কলকাতায় যে এমনটা হতে পারে, তা বোধহয় আগে কল্পনাও করেননি রুক্মিণী মৈত্র। সটান তাঁর মাথায় রিভলভার তাক করা হল!
ঠিকই পড়ছেন। রিভলভারের নিশানা ছিলেন রুক্মিণীই। কিন্তু কে ধরেছিলেন রিভলভার?
আরও পড়ুন, রুক্মিণীর মুড অফ, নেপথ্যে কি দেব?
নামটা শুনলে অবাক হবেন। কারণ রুক্মিণীর দিকে রিভলভার তাক করেছেন স্বয়ং দেব। আর সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তা দেখে দেবের উত্তর ‘হে ভগবান’।
আরও পড়ুন, চ্যাম্প ফ্লপ হলে ককপিট হতো না
আসলে অনিকেতের পরের ছবি ‘কবীর’এর ওয়ার্কশপ চলছে জোর কদমে। সেখানেই এই কাণ্ড ঘটেছে। শুধু দেবই নন রুক্মিণীর দিকে বন্দুক তাক করেছিলেন অনিকেতও! _
Workshop #KABIR @idevadhikari @RukminiMaitra @DEV_PvtLtd pic.twitter.com/VdqnX4VSfQ
— aniket chattopadhyay (@aniket9163) October 28, 2017
আসলে অনিকেতের পরের ছবি ‘কবীর’এর ওয়ার্কশপ চলছে জোর কদমে। সেখানেই এই কাণ্ড ঘটেছে। শুধু দেবই নন রুক্মিণীর দিকে বন্দুক তাক করেছিলেন অনিকেতও!
দেব আগেই বলেছিলেন ‘‘অনিকেতদার গল্প শুনে দারুণ লেগেছিল। এতটাই জীবন্ত বিষয় যে সব মানুষ বুঝতে পারবে। পুরো ছবিটা ট্রেনে শুট হবে।” অভিনয় প্রযোজনার পর এ ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
I have this for u Mr.Director @aniket9163 ..
— Dev (@idevadhikari) October 28, 2017
Workshop time...#KABIR pic.twitter.com/LD48dJz7ig