Advertisement
E-Paper

ইফতারে ওরা কারা! তারকার আমন্ত্রণে অপমানিত মুসলিম সম্প্রদায়, অভিযোগ দায়ের

গত শুক্রবার চেন্নাইয়ের রয়াপেট্টা ওয়াইএমসিএ প্রাঙ্গণে ইফতারের আয়োজন করেন বিজয়। সেই জমায়েতে তিনি নিজে যোগ দিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী মাথায় টুপি পরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৩:২৫
Police complaint lodged against South Indian film star vijay for insulting muslims at iftar event

শুক্রবারের ইফাতের এ ভাবেই দেখা গিয়েছিল বিজয়কে। ছবি: সংগৃহীত।

বছর দশেক বয়স থেকে অভিনয় করেন। গত বছর হঠাৎই রাজনীতির আঙিনায় পা দেওয়ার কথা ভেবে বসলেন তামিল অভিনেতা বিজয়, ঘোষণা করলেন নিজের দলের কথা। আর সেই কারণেই কি এ বছর রমজানে ইফতার পার্টির আয়োজন? কিন্তু প্রথমেই বিতর্ক। মুসলিম সম্প্রদায়কে রীতিমতো অপমান করার অভিযোগ উঠেছে দক্ষিণী তারকার বিরুদ্ধে। ইতিমধ্যেই তামিলনাড়ু সুন্নত জামাত চলচ্চিত্রতারকা ও তামিলাগা ভেত্রী কাজ়গম-এর প্রধান বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত শুক্রবার চেন্নাইয়ের রয়াপেট্টা ওয়াইএমসিএ প্রাঙ্গণে ইফতারের আয়োজন করেন বিজয়। সেই জমায়েতে তিনি নিজে যোগ দিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী মাথায় টুপি পরে। তারকার প্রার্থনায় যোগ দেওয়ার ছবি, ভিডিয়োও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

এ বার সেই দাওয়াত নিয়েই তৈরি হল বিতর্ক। জানা গিয়েছে, তামিলনাড়ু সুন্নত জামাত-এর কোষাধ্যক্ষ সৈয়দ কওস আইনি পদক্ষেপ করছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “বিজয় আয়োজিত ইফতারে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। রোজা বা ইফতারের সঙ্গে মদ্যপ ও গুন্ডাদের কোনও সম্পর্ক নেই। আমরা মনে করি, ওই অনুষ্ঠানে এদের উপস্থিতি মুসলিমদের পক্ষে অপমানজনক।”

সৈয়দ কওস দাবি করেছেন, গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ‘খারাপ’ ভাবে। তাঁদের কাছে বিজয় একবারও দুঃখপ্রকাশ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁদের অভিযোগ, বিজয়ের ‘বিজাতীয় রক্ষী’র সকলেই তাঁদের অপমান করেছেন। আমন্ত্রিতদের সঙ্গে ‘গরুর মতো ব্যবহার’ করা হয়েছে বলেও তাঁর দাবি। কওস বলেন, “এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে ফের না ঘটে সে জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ দায়ের করিনি।” ওই ইফতারে কিছু মানুষের মদ্যপান করে উপস্থিত হওয়াতেই আপত্তি তুলেছেন আমন্ত্রিতদের একাংশ।

শোনা যাচ্ছে, ২০২৬ সালে প্রথম বার নির্বাচনে লড়তে চলেছেন বিজয়। সেই কারণেই ইফতারের মাধ্যমে জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করছিলেন। তবে শুধু রাজনীতি নয়। বিজয়কে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালে বেঙ্কট প্রভুর ছবি ‘গোট’-এ। এখন তিনি ব্যস্ত এইচ বিনোথের ‘জন নায়গন’ ছবির কাজে। এ ছবিতে তাঁর পাশে দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওলকেও।

Iftar Party South Indian Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy