Advertisement
E-Paper

জ্বলছে প্রেক্ষাগৃহ! আগুন ধরিয়ে উল্লাস প্রভাস সমর্থকদের, আতঙ্কে দিশাহারা দর্শক, তার পর?

ভক্তদের এই আচরণে বিরক্ত প্রেক্ষাগৃহে উপস্থিত বাকি দর্শকেরা। তাঁদের প্রশ্ন, এই ধরনের উল্লাস কি আদৌ সমর্থনযোগ্য?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১১:৩৫
মুক্তি পেল প্রভাসের ছবি ‘ দ্য রাজা সাব’।

মুক্তি পেল প্রভাসের ছবি ‘ দ্য রাজা সাব’। ফাইল চিত্র।

ছবিমুক্তির দিন কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকে পড়েছিলেন একদল সমর্থক। যদিও সেটা জ্যান্ত কুমির ছিল না। খবর, সেই পর্ব মিটতে না মিটতেই ‘দ্য রাজা সাব’ ছবিটি চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে উল্লাসে মাতলেন প্রভাসের একদল ভক্ত। নজিরবিহীন এমন ঘটনার সাক্ষী ওড়িশার একটি প্রেক্ষাগৃহ।

এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মনে। প্রশ্ন উঠেছে বিনোদনদুনিয়ার অন্দরে, প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে ভক্তদের উল্লাস কতটা সমর্থনযোগ্য? সিনেমাহল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ দর্শকদের জীবনও তো বিপন্ন হতে পারত?

প্রভাস ভক্তদের উল্লাসে জ্বলছে ওড়িশার অশোকা সিনেমাহল।

প্রভাস ভক্তদের উল্লাসে জ্বলছে ওড়িশার অশোকা সিনেমাহল। ছবি: সংগৃহীত।

অঘটনের ঝলক ইতিমধ্যেই ভাইরাল। দেখা গিয়েছে, পর্দা জুড়ে যখনই প্রভাস এসেছেন তখনই উল্লাস তীব্র থেকে তীব্রতর হয়েছে। পর্দার সামনে একদল সমর্থক জড়ো হয়ে উল্লাসে মেতেছেন। তাঁরা কাগজের টুকরোয় আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নেচেছেন। গলা ফাটিয়ে প্রভাসের নামে ধ্বনি দিয়েছেন। সেই ঝলক দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। নেটাগরিকেরা প্রভাস-অনুরাগীদের এই আচরণের কট্টর সমালোচনা করেছেন।

তাঁদের মতে, “প্রকৃত অনুরাগীরা কখনও নায়কের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না। এঁরা বুঝতে পারছেন না, আদতে এঁরা প্রভাসকেই কলঙ্কিত করছেন, যা একেবারেই কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হোক।” প্রেক্ষাগৃহের মধ্যে আগুন জ্বালানোর খবর পেয়ে প্রশাসন কী পদক্ষেপ করেছে, এখনও জানা যায়নি। কোনও ক্ষয়ক্ষতির আভাসও মেলেনি। প্রসঙ্গত, ছবিমুক্তির দিনে ‘রাজা সাব’-এর আয় ৫৪.১৫ কোটি টাকা।

Prabhas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy