প্রেম দিবসে মা স্মিতা পাতিলের বান্দ্রার ফ্ল্যাটে বিয়ে করলেন প্রতীক বব্বর। ইতিমধ্যেই এই বিয়ে নিয়ে মনোমলিন্য শুরু হয়েছে বব্বর পরিবারে। প্রতীককে জীবনসঙ্গী পেয়ে খুশি প্রিয়া বন্দ্যোপাধ্যায়, প্রতিটি জীবনেই স্বামী হিসেবে তাঁকে চান। একই সঙ্গে বিয়েতে শ্বশুরকে নিমন্ত্রণ না জানানোর প্রসঙ্গে সাফ বলেন, ‘‘আমাদের বিয়েতে পরিবারের সকলে উপস্থিত ছিলেন। যে জেঠিমা প্রতীককে বড় করে তুলেছেন তিনি ছিলেন, প্রতীকের দাদু-দিদা ছিলেন। আমার পরিবার ছিল। আসলে যাঁদের আমরা পরিবার মনে করি তাঁদের সকলের উপস্থিতেই এই বিয়েটা হয়েছে।’’ যদিও বিয়ের সময় প্রতিটি মুহূর্তে প্রয়াত শাশুড়ির উপস্থিতি অনুভব করেছেন প্রিয়া।
আরও পড়ুন:
প্রিয়া বলেন, “বিয়েটা যেন মানুষ হিসেবে আমরা কেমন তার প্রতিফলন ঘটায়। আমরা সাধাসিধে মানুষ, ঠিক এ ভাবেই আমাদের বিয়েটা করতে চেয়েছিলাম। ভালবাসা, আমাদের পরিবার এবং তাদের আশীর্বাদে পরিপূর্ণ ছিল দিনটা, এর চেয়ে বেশি আর কী চাইতে পারি? আমরা আসলে ১০ কোটি মানুষকে খাওয়ায়তে বা দেখনদারির জন্য বিয়েটা করতে চাইনি। আমরা নিজেদের জন্য বিয়ে করেছি। যাঁরা আমাদের ভালবাসেন তাঁদের জন্য করতে চেয়েছিলাম এবং সেই কারণেই বিয়েটা ছিল খুবই সাধারণ। আর বিয়ের সময় ওই ঘরে উপস্থিত প্রতিটি মানুষ প্রতীকের মায়ের উপস্থিতি অনুভব করেছে।”
প্রতীক স্ত্রীকে যে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছেন তাতেই রয়েছে মা স্মিতার ছোঁয়া। প্রতীক জন্মের সময়ে যে দুলটি পরেছিলেন স্মিতা সেটা দিয়ে নববধূকে গড়িয়ে দেওয়া হয়েছে এই মঙ্গলসূত্র।