লম্বা ব্রেক নিয়েছিলেন অভিনয় থেকে। আইপিএল, তার পর বিয়ের পর্ব সব কিছু নিয়ে ব্যস্তও ছিলেন বিস্তর। সব ব্যস্ততায় ইতি টেনে, খুব শীঘ্রই কামব্যাক করতে চলেছেন প্রীতি জিন্টা। তবে শোনা যাচ্ছে, রিলিজের আগেই নাকি প্রীতির ছবি সুপারহিট?
আসলে প্রীতির ছবির নামটার সঙ্গেই জুড়ে আছে ‘সুপারহিট’ শব্দটা। ছবির নাম ‘ভাইয়াজি সুপারহিট’। প্রিয় ভক্তদের নতুন ছবির কথা জানাতে ইনস্টাগ্রামকেই বেছে নিলেন প্রীতি। প্রীতি লিখলেন ‘গেস করুন তো সক্কলে! ইনি হলেন স্বপ্না দুবে। ‘ভাইয়াজি সুপারহিট’ নিয়ে আসছেন স্বপ্নাজি। ১৯ অক্টোবর থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ভাইয়াজি সুপারহিট।’
আমেরিকাতেই বর্তমানে দিন গুজরান হয় প্রীতির। কালেভদ্রে মুম্বইতে তাঁর দেখা মেলে। এত দিন পরে আবার সিলভার স্ক্রিন। উত্তেজনা খুবই স্বাভাবিক। তা-ও আবার এক ডাকাবুকো মহিলার চরিত্রে। হাতে তাঁর রিভালভার। পর্দার স্বপ্নাজি অর্থাৎ প্রীতি আরেকটু যোগ করলেন ‘পিজ়েড ইজ ব্যাক’।