সারোগেসির সাহায্যে সদ্য কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। চিকিৎসক জানিয়েছিলেন, এপ্রিল মাসে জন্ম নেবে সন্তান। কিন্তু তার ১২ সপ্তাহ আগেই জন্মেছে বলি তারকার একরত্তি। তাই জন্য এখনও তাকে হাসপাতালে থাকতে হবে। সেই নিয়ে ব্যস্ত তারকা-দম্পতি। তার পরেও তাঁদের পিছু ছাড়ছে না মানুষের চোখ। ইনস্টাগ্রাম ভরে উঠেছে ছোট্ট এক শিশুর ছবিতে। যাকে কোলে নিয়ে আছেন প্রিয়ঙ্কা এবং নিক।
অনুরাগীদের দাবি, ‘নিয়ঙ্কা’-র সন্তানের ছবি প্রকাশ্যে এসেছে। ছেলে হয়েছে না মেয়ে, নিক-প্রিয়ঙ্কা সে কথা না জানালেও একাধিক সংবাদমাধ্যমের সুবাদে জানা গিয়েছে যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা।