চলতি বছরেই বিয়ে হয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার। পাত্রী ছিলেন অভিনেত্রী নীলম উপাধ্যায়। বিয়ের সময় প্রিয়ঙ্কার বৌদির কথা বলার ধরন থেকে চালচলন, সব কিছু নিয়েই মতামত দেন নীতিপুলিশের দল। কেউ তাঁকে ‘অহঙ্কারী’ তকমা দিয়েছিলেন, কেউ আবার প্রিয়ঙ্কার সঙ্গে প্রায় লড়িয়েই দেন তাঁকে। কিন্তু, নীলম আদতে কেমন? জানালেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
মুম্বইয়ে রয়েছেন প্রিয়ঙ্কা। পুজোর সময় ‘নর্থ বম্বে’ পুজোর মণ্ডপে দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়াও মুম্বইয়ের বেশ কিছু অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তাঁর। সেই কারণেই দেশে আসেন তিনি। তবে এর সঙ্গে ভারতে ফেরার আরও একটি কারণ রয়েছে তাঁর। বৌদি নীলমের জন্মদিন। সম্প্রতি মুম্বইয়ে একটি হিরের গয়নার অনুষ্ঠান শেষে কোনওরকমে গাড়িতে ওঠেন প্রিয়ঙ্কা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বৌদি নীলম। গাড়ির ভিতরেই প্রিয়ঙ্কাকে রূপটান মুছে, চুল খুলে দিতে সাহায্য করতে দেখা গেল নীলমকে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁকে প্রশংসায় ভরিয়েছেন অনেকে। এর পরই বৌদিকে নিয়ে প্রিয়ঙ্কার পোস্ট। সেখানে অভিনেত্রী লেখেন, ‘‘নীলম যেন আমাদের পরিবারের পরী।’’ পাশপাশি প্রিয়ঙ্কা এ-ও জানান নীলমের মতো বৌদি পাওয়া কঠিন। পৃথিবীর সব সুখ যেন নীলম পান, এই কামনাই করেন অভিনেত্রী। প্রিয়ঙ্কা দাঁড়িয়ে থেকে ভাইয়ের বিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, অভিনেত্রী বিয়ের প্রতিটি অনুষ্ঠানে বৌদিকে আগলে রেখেছিলেন। বলিপাড়ার ননদ-বৌদির এই নতুন জুটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।