Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

ট্রাম্প বিরোধী মিছিলকে সমর্থন প্রিয়ঙ্কার

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শপথগ্রহণও সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিসংখ্যান বলছে, সে দেশে ট্রাম্প বিরোধীদের সংখ্যাই বেশি। তাই প্রেসিডেন্টের শপথগ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১৬:১৩
Share: Save:

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শপথগ্রহণও সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিসংখ্যান বলছে, সে দেশে ট্রাম্প বিরোধীদের সংখ্যাই বেশি। তাই প্রেসিডেন্টের শপথগ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি টুইট করেছেন, ‘আমি ট্রাম্প বিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।’

আরও পড়ুন, ফের পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়ঙ্কা

এই মুহূর্তে ‘বেওয়াচ’এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নায়িকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়ঙ্কা। বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। গত কয়েক মাস ধরেই ট্রাম্পহিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্ব। ট্রাম্প বিজয়ী হওয়ার পরও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কা। তহে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা তিনি মেনে নিতে পারেননি। ' '

এই মুহূর্তে ‘বেওয়াচ’এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নায়িকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়ঙ্কা। বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। গত কয়েক মাস ধরেই ট্রাম্পহিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্ব। ট্রাম্প বিজয়ী হওয়ার পরও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কা। তহে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা তিনি মেনে নিতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Donald Trump Los Angeles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE