Advertisement
E-Paper

দেব গেলেন প্রসেনজিতের বাড়ি, দেখা হল না কেন?

ঝামেলা মেটাতে দেব গেলেন প্রসেনজিতের বাড়ি। কিন্তু দেখা হল না! কেন? ঝামেলা মেটাতে দেব গেলেন প্রসেনজিতের বাড়ি। কিন্তু দেখা হল না! কেন?

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ০০:০৮
এই দৃশ্য কি ফের দেখা যাবে?

এই দৃশ্য কি ফের দেখা যাবে?

তাঁদের সম্পর্কটা যে হঠাৎ এমন নেতিবাচক দিকে বাঁক নেবে, অতি বড় বোদ্ধাও তা বোঝেনি। ইন্ডাস্ট্রির দুই মহাতারকা দেব আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা এই মুহূর্তে তলানিতে। খবর বলছে, সমস্যা মেটাতে প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন দেব। কিন্তু বাড়িতে থাকা সত্ত্বেও দাদা দেখা করেননি ছোট ভাইয়ের সঙ্গে।

অভিমান না কি প্রতিযোগিতা? সেটা জানতে হলে নেপথ্যের ঘটনাগুলো খোলসা করা প্রয়োজন। দেবের ‘ককপিট’-এ ক্যামিও করেছেন প্রসেনজিৎ। সেই ছোট্ট দৃশ্যটাই দেব টিজারে দিয়েছিলেন। যেটা একেবারেই ভাল ভাবে নেননি ইন্ডাস্ট্রির বুম্বাদা। উল্টো দিকে তাঁর ছবিও পুজোয় মুক্তি পাচ্ছে। যতই তিনি দেবকে ছোট ভাইয়ের মতো দেখুন, এ ক্ষেত্রে তাঁরা প্রতিদ্বন্দ্বী তো বটেই! ‘ককপিট’-এর টিজারে প্রসেনজিৎকে দেখলে দর্শক ভাবতে পারেন তিনি ওই ছবিতে অভিনয় করছেন। প্রসেনজিৎ টুইটারে আপত্তি জানিয়ে বলেন, নিজের লাভের জন্য দর্শককে বিভ্রান্ত করার কায়দাটা তিনি পছন্দ করেননি।

আরও পড়ুন: ‘আমার কাছে প্ল্যান আছে, ফান্ডিং নেই’

দেব বোঝানোর চেষ্টা করেন, সম্মান জানাতেই প্রসেনজিৎকে টিজারে রাখা হয়েছে। যদিও প্রসেনজিতের আপত্তির জন্য এডিট করে ফের টিজার আপলোড করেন। কিন্তু তাতেও প্রসেনজিতের রাগ কমেনি। বড় দাদার মান ভাঙাতে তাঁর বাড়িতেও যান দেব। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এক প্রযোজককে সঙ্গে নিয়ে তিনি প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন। শোনা যাচ্ছে, প্রসেনজিৎ সেই সময় বাড়িতে থাকা সত্ত্বেও দেবের সঙ্গে দেখা করেননি। বাড়ির নিরাপত্তারক্ষী জানান, তিনি বাড়ি নেই। অথচ প্রসেনজিৎ যে গাড়ি ব্যবহার করেন, সেটি গ্যারেজেই ছিল। দেব খানিকক্ষণ অপেক্ষাও করতে চান। তারও অনুমতি মেলেনি। অতএব, দেবকে খালি হাতেই ফিরতে হয়।

দেব-ঘনিষ্ঠ একজনের মতে, পুরো বিষয়টা নিয়ে অন্য লোকজন বড্ড বেশি জলঘোলা করছে। দেব-প্রসেনজিৎ দু’জনের কানেই নানা রকম কথা ঢালা হচ্ছে। আনন্দ প্লাসের সাক্ষাৎকারেই দেব বলেন, ‘‘ট্রেলারের শুরুতে আমার বাবার নাম ছিল আর শেষে বুম্বাদা। যাঁকে আমি গুরুর মতো মনে করি। সম্মানটা আমি দিতে চেয়েছিলাম। সেটা বোধহয় বুম্বাদা ছাড়া আর সবাইকে বোঝাতে পেরেছি।’’

কিছু দিন আগেই দু’জনে একে অপরকে জড়িয়ে ধরে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে ছবি রিলিজ করলেও তাঁরা মোটেই প্রতিদ্বন্দ্বী নন গোছের একটা বার্তা ছিল সেখানে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। যদিও দেব এখনও শান্তি প্রস্তাবের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রসেনজিতের ছবির প্রশং‌সায় টুইট করেছেন। প্রসেনজিৎ অবশ্য ‘ককপিট’-এর একটা গান নিয়ে টুইট করেছেন। এখন ইন্ডাস্ট্রির বড় দাদা কবে ছোট ভাইকে ‘আপন’ করে নেন, সেটাই দেখার।

Prosenjit Chatterjee Dev প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy