Advertisement
১১ নভেম্বর ২০২৪
Radhika Apte

‘খুবই মজার, দারুণ মানুষ’, সইফ আলি খানে মজলেন বলিপাড়ার রাধিকা আপ্টে, ব্যাপারটা কী?

ক’দিন বাদেই মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেধা’। এই ছবির দৌলতে আবারও সইফের সঙ্গে দেখা যাবে রাধিকাকে। সহ-অভিনেতা হিসাবে সইফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে দারুণ, এ নিয়ে রীতিমতো গদগদ অভিনেত্রী।

সইফ আলি খান ও রাধিকা আপ্টে।

সইফ আলি খান ও রাধিকা আপ্টে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১২:১৪
Share: Save:

বলিউড অভিনেতা সইফ আলি খানে মজেছেন অভিনেত্রী রাধিকা আপ্টে। ক’দিন বাদেই মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেধা’। এই ছবির দৌলতে আবারও সইফের সঙ্গে দেখা যাবে রাধিকাকে। সহ-অভিনেতা হিসাবে সইফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে দারুণ, এ নিয়ে রীতিমতো গদগদ অভিনেত্রী।

সইফ প্রসঙ্গে রাধিকা বলেছেন, ‘‘সইফের সঙ্গে কাজ করা দারুণ ব্যাপার। এ নিয়ে আমরা তিনটি ছবি একসঙ্গে করলাম। ওর সঙ্গে কাজ করতে খুবই স্বচ্ছন্দ বোধ করি। ব্যক্তি হিসাবে ওকে খুবই পছন্দ করি। ও খুব মজার। যখনই দেখা হয়, দারুণ কথা হয়।’’

সইফ ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুপারস্টার হৃতিক রোশনকে। তাঁরও প্রশংসা শোনা গিয়েছে রাধিকার গলায়। অভিনেত্রী বলেছেন, ‘‘হৃতিকের সঙ্গে প্রথম বার কাজ করলাম। প্রথম দৃশ্যের শ্যুট দারুণ হয়েছিল।’’

‘বিক্রম বেধা’ ছবি প্রসঙ্গে রাধিকা বলেছেন, ‘‘আমি এই ছবিটি করতে রাজি হয়েছি কারণ, বিষয়টা সত্যিই ভাল। দক্ষিণে যে সিনেমাটি বানানো হয়েছিল, সেটিও দেখেছি। পরিচালকরাও দুর্দান্ত। তা ছাড়া যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে ভাল। তাই সুযোগটা হাতছাড়া করিনি।’’

তবে ছবি মুক্তির আগে সহ-অভিনেতাদের প্রশংসায় ভরালেও সইফ সম্পর্কে রাধিকার মন্তব্য শুনে অনেকেই ফিসফাস শুরু করেছেন। সইফকে নিয়ে রাধিকার প্রশংসা করিনা কপূর খানের কানে কি পৌঁছেছে?

অন্য বিষয়গুলি:

radhika apte saif ali khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE