Advertisement
E-Paper

ট্রেলারেই রেকর্ড, বক্স অফিসে বড়সড় ঝড় তুলতে চলেছে রইস!

বেশ বড়সড় ‘ঝড়’ উঠতে চলেছে ২০১৭-র জানুয়ারি মাসের শেষ দিকটায়। গতকালই তার পূর্বাভাস মিলেছে। এই ঝড়ের ধাক্কায় ওলটপালট হয়ে যেতে পারে বলিউড বক্স অফিসের অনেক রেকর্ড। আর বলিউডের ফিল্ম বাজারে এই ঝড় তুলতে আসছেন স্বয়ং বলিউড বাদশা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৯

বেশ বড়সড় ‘ঝড়’ উঠতে চলেছে ২০১৭-র জানুয়ারি মাসের শেষ দিকটায়। গতকালই তার পূর্বাভাস মিলেছে। এই ঝড়ের ধাক্কায় ওলটপালট হয়ে যেতে পারে বলিউড বক্স অফিসের অনেক রেকর্ড। আর বলিউডের ফিল্ম বাজারে এই ঝড় তুলতে আসছেন স্বয়ং বলিউড বাদশা। ছবির ট্রেলার মুক্তির দিনে যে বিপুল প্রত্যাশার ঝলক দেখা গিয়েছে, তাতে বলিউডের অনেক বাজার বিশেষজ্ঞদের মতে, ‘রইস’-এর দাপটে বক্স অফিসে প্রভাব ফেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে যে কোনও ছবির। তা হলে হৃতিক রোশন অভিনীত ছবি ‘কাবিল’-এর ভবিষ্যত কী? বাজার বিশেষজ্ঞদের মতে, বলিউডে হৃতিকের ফ্যান-ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। তবে তা দিয়ে প্রোডাকশনের ক্ষতির সম্ভাবনা এড়ানো গেলেও বড় মুনাফার মুখ দেখার সম্ভাবনা বেশ কম।

তা বুধবার কী এমন প্রমাণ পেলেন বলিউডের বাজার বিশেষজ্ঞরা যাতে তাঁদের মনে হচ্ছে বক্স অফিস দখলের লড়াইয়ে ‘রইস’-এর পাল্লা বেশ ভারি? বক্স অফিস সমীক্ষকদের মতে, ছবির ট্রেলার মুক্তির মাত্র ৩ ঘণ্টা ৩৫ মিনিটের মধ্যেই ১ লক্ষ ‘লাইক’ পড়েছে ‘রইস’-এর খাতায়। এতে এমন চমকানোর কী আছে!

সম্প্রতি বক্স অফিস এবং বলিউডের একাধিক রেকর্ড ভেঙে দেওয়া সলমন খানের ‘সুলতান’-এর ট্রেলার মুক্তির পর এই ১ লক্ষ ‘লাইক’-এর মাইলস্টোন পেরোতে সময় লেগেছিল ৪২ ঘণ্টা। সুলতানের এই রেকর্ড অবশ্য ভেঙে দিয়েছিল আমির খান অভিনীত ‘দঙ্গল’-এর ট্রেলার। ‘দঙ্গল’-এর ট্রেলার মুক্তির ৮ ঘণ্টা ৪৮ মিনিটে এই ১ লক্ষ ‘লাইক’-এর মাইলস্টোন পেরিয়ে যায়। এ বার ‘দঙ্গল’-এর নতুন রেকর্ডও ভেঙে দিল ‘রইস’। আপাতত বলিউডের নতুন রেকর্ডের মালিক বলিউড বাদশা।

আরও পড়ুন...
শাহরুখের উপর কেন রেগে গেলেন রাকেশ রোশন!

Raees Trailer Creates History Reached 100K Likes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy