বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি সুরকার, গীতিকার এবং গায়িকাও। যদিও খুব অল্প বয়সে যখন বিবাহবিচ্ছেদ হয় তখন অভিনেত্রী বুঝতে পারেন, অর্থনৈতিক স্বাধীনতা একটা নারীর জীবনে কতটা জরুরি। তার পর কলকাতায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। সেই সময় টলিউডে বেশ কিছু ছবিতে অভিনয়ও করেন মিথিলা। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সৃজিত-মিথিলার সমীকরণ। কলকাতা ছেড়ে পাকাপাকি ভাবে বাংলাদেশ ফিরে যান অভিনেত্রী। সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মাস মাইনের জন্যই কি অভিনয়ের থেকে দূরত্ব মিথিলার!
আরও পড়ুন:
সদ্য জেনিভা বিশ্ববিদ্যালয় থেকে নিজের পিএইচডি শেষ করেছেন অভিনেত্রী। বাংলাদেশের বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি করেন প্রায় ১১ বছর ধরে। সেখানে চাকরির সুবাদে প্রায়ই তাঁকে আফ্রিকা যেতে হয়। সেখানকার ছেলেমেয়েদের শিক্ষা সম্পর্কিত নানা প্রকল্পে যুক্ত এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর মোটা বেতন প্রসঙ্গে জানান, তাঁর কখনও অনেক অর্থোপার্জনের অভিলাষ ছিল না।
মিথিলার কথায়, ‘‘আমি যদি অভিনয় করতাম তা হলে যে অর্থ উপার্জন করতাম সেটা কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরির তুলনায় অনেকটা বেশি হত। তবে এই কাজটা আমার মনের খোরাক। জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন। তবে আমি যতটুকু উপার্জন করছি সেটা যথেষ্ট আমার কাছে।’’