রাঘব জুয়ালের শুরুটা হয়েছিল একটি নাচের রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে। তার পর টেলিভিশনে সঞ্চালনার কাজ করেছেন। সেখান থেকে বড়পর্দায় সুযোগ। সম্প্রতি ওটিটি-র পর্দায় পা রেখেছেন। তাও আবার আরিয়ান খানের পরিচালনায়। মাত্র কয়েক বছরের মধ্যে সলমন খান থেকে শাহরুখ খান, তাবড় সব তারকার সঙ্গে সখ্য বেড়েছে তাঁর। তাঁদের অন্দরেমহলে অবাধ যাতায়াত তাঁর।
আরও পড়ুন:
সম্প্রতি সলমনের পনবেলের খামারবাড়িতে তিন রাত কাটানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেখানে ডার্ট বাইকে চেপে ঘোরা, জলাশয়ে স্নান কিংবা রাত তিনটের সময় ঘোড়ার যৌনমিলন দেখার মতো বিচিত্র অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। এ বার শাহরুখের বাড়ি ‘মন্নত’-এর অন্দরের কথা প্রকাশ্যে আনলেন রাঘব।
তাঁর বক্তব্য, শাহরুখের বাড়িতেও সারারাত পার্টি হয়। তবে শাহরুখের পরিবারের সকলেই অতিথিদের খাওয়া-দাওয়া নিয়ে খুব সচেতন থাকেন। বিশেষত শাহরুখ-পত্নী গৌরী খান। রাঘবের কথায়, ‘‘শাহরুখ স্যরের বাড়িতে পাঁচতারা হোটেলের রাঁধুনি থাকেন। কত রকমের পদ রান্না হয়। গৌরী ম্যাম বাড়ি ঢুকতে না ঢুকতেই বলেন, ‘আগে খেয়ে নাও’। আসলে এত বিরাট মাপের মানুষ, এক ফোঁটা কিছু অপচয় করেন না।’’ যদিও শাহরুখের বাড়িতে রাঘবের প্রিয় কাজ হল তাঁর বিভিন্ন সিনেমার গান বাজানো।