কোভিডের আগে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সবাই চিনতেন, সে আজ আর নেই। আদপে কোন দিক থেকে বদলে গেলেন তিনি? খেয়াল করলে দেখা যাবে, ‘দেশের মাটি’-র ‘রাজা’-র পরিবর্তন ধরা পড়েছে ইনস্টাগ্রামে। আগে রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইল ছিল প্রকৃতির ছবিতে ভরা, এখন প্রকৃতি উধাও। হয়তো এক অভিনেতার পেশাদারিত্ব ফুটে উঠছে তাঁর প্রোফাইল থেকে। তাঁর প্রোফাইলে ছড়িয়ে রয়েছে ধারাবাহিকের বিভিন্ন দৃশ্য। আগে ভবঘুরে সাজে ধরা দিতেন তিনি, এখন ‘রাজা’ ছাড়া নিজেকে যেন অন্য কিছু ভাবতে পারছেন না রাহুল। ‘রাজা’র রাজ্যর সীমারেখা ক্রমশ বেড়েই চলেছে।
এখন রাহুল রিল ভিডিয়োও বানাচ্ছেন। স্টোরিতে নিয়মিত ছবি ভিডিয়ো পোস্ট করেন তিনি। রাস্তা দিয়ে হেঁটে এসে গাড়িতে উঠছেন রাহুল, পিছনে বাজছে গান। রাহুলের প্রথম রিল ভিডিয়োটি দেখে উত্তেজিত হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরাও।