প্রীতি-রাহুল।
চারিদিক নীল জলের রাশি। দূরে সারি সারি জাহাজ। নিস্তরঙ্গ সমুদ্রে অন্তরঙ্গ অবস্থায় ধরা দিলেন সদ্য বিবাহিত প্রীতি এবং রাহুল। অন স্ক্রিন যাঁদের আপনারা ‘সৌদামিনীর সংসার’-এর আন্নাকালী এবং ‘দেবী চৌধুরানী’-র ‘ব্রজেশ্বর’ হিসেবেই চেনেন।
করোনাভাইরাস আতঙ্কের মাঝেই গত মঙ্গলবার তাইল্যান্ড উড়ে গিয়েছেন ‘জাস্ট ম্যারেড’ জুটি। মাস্ক পরেই বিমানবন্দর থেকে শেয়ার করেছিলেন সেলফি। ব্যস্ত শিডিউলের মাঝে একটুখানি অবকাশ। তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন সব। কোথায় যাবেন, কী পরবেন—ভাগ করে নিয়েছিলেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।
ছুটি পেয়েছেন মোটে সাত দিন। তার মধ্যে প্রীতির আবদার গোটা এক দিন রাখতেই হবে শপিংয়ের জন্য। “কিন্তু বউ-এর যে এক বার দেখে কিছুই পছন্দ হয় না”— চিন্তায় ছিলেন রাহুল।
আরও পড়ুন-‘আদিত্যকে বার বার বলেছিলাম নেহাকে বিয়ে করতে’, বিস্ফোরক উদিত
দেখুন তাঁদের হনিমুন অ্যালবাম
Coral island❤️❤️❤️#thailand #love #happy #enjoy
একা হাতে সব গোছগাছ করেছিলেন প্রীতি। তিনি খুঁতখুঁতে।প্রীতির ঠিক উল্টো রাহুল। প্রীতির কথায়, “ইচ্ছে করে সব এলোমেলো করছে।” আর রাহুল কী বলেছিলেন জানেন? তাঁর সহাস্য উত্তর, “সব ছড়িয়ে রাখব আর বউ এসে তুলবে।”
আরও পড়ুন-প্রিয়ঙ্কার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক
যেমনটা বলেছিলেন, হচ্ছেও যেন তেমনটাই। শুটিং, কলটাইম, লাইট, অ্যাকশন, শহুরে ব্যস্ততাকে দূরে সরিয়ে আপাতত ‘কোয়ালিটি টাইম’ কাটাতে ব্যস্ত তাঁরা।
Off to thailand🥰🥰😊😊 coronavirus awareness🤪🤪🤪#travel #happy #lovelife