Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪
suchitra sen

‘আম্মা’র ৯০-এ স্মৃতিচারণ, রাইমা-সুচিত্রার পুরনো ছবি জ্বলজ্বল করছে নেটমাধ্যমে

৭ বছর হয়ে গেল। তিনি চলে গিয়েছেন। তাঁর স্মৃতি দগদগে। টিনসেল টাউনে আজও তিনিই ‘মহানায়িকা’। 

দিদার সঙ্গে নাতনি, সুচিত্রা সেনের জন্মদিনে রাইমার পোস্ট

দিদার সঙ্গে নাতনি, সুচিত্রা সেনের জন্মদিনে রাইমার পোস্ট

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১২:২৫
Share: Save:

আজ তাঁর ‘আম্মা’ বেঁচে থাকলে ৯০-এ পা দিতেন। মনে পড়ছে তাঁর কথা। দিদার আদরের কথা। তাই সুচিত্রা সেনের কোলে উঠে আদর খাওয়ার ছবিই পোস্ট করলেন অভিনেত্রী রাইমা সেন। জন্মদিনে পোস্ট করলেন পুরনো ছবি। দিদার কোলে ছোট্ট রাইমা। সুচিত্রা সেনের হাসিতে ভরে রয়েছে ছবিটি। খুদে রাইমাও খিলখিলিয়ে হাসছে। ছবির ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আম্মা। তুমি চিরকাল আমাদের মনের কাছাকাছি থাকবে’।

৯০ বছরের জন্মবার্ষিকী। কিন্তু বাঙালির মনে আজও তিনি চির তরুণী। বয়স হয়ে যাওয়ার পরে তাঁর খুব বেশি ছবি প্রকাশ পায়নি। তাই জন্যে আরও বেশি করে সুচিত্রা সেন বলতে সেই সময়ের কথাই মনে পড়ে দর্শকদের। ৭ বছর হয়ে গেল। তিনি চলে গিয়েছেন। কিন্তু তাঁর স্মৃতি দগদগে। টিনসেল টাউনে আজও তিনিই ‘মহানায়িকা’।

বাঙালি দর্শক চিরকালই রাইমাকে তাঁর দিদার সঙ্গে তুলনা করে এসেছেন। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে সে বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, ‘‘তখনও আমি ‘চোখের বালি’ করিনি। যেটা আমার জীবনের একটি মোড় ঘোরানো ছবি। তখন থেকেই আমার উদ্দেশে বলা হত, ‘রাইমা নিজের দিদার মতো হতে পারবেন না কোনও দিন।’ তাই সব সময়ে দিদার নাম উজ্জ্বল করার জন্য বাড়তি চাপ অনুভব করতাম আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE