দম্পতি। ছবি: রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।
বিয়ের পর প্রথম পুজো। আর তা অবশ্যই স্পেশ্যাল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে। চুটিয়ে মজা করবেন দম্পতি। তার মধ্যেই পুজোর সকালে যেন দুর্গার দেখা পেলেন রাজ।
আসলে শুভশ্রীর একটি ঘরোয়া ছবি রাজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে রয়েছেন রাজের মাও। দু’জনেই মন দিয়ে কাগজ পড়ছেন। আর কাগজের যে পাতাটি ছবিতে দেখা যাচ্ছে তাতে রয়েছে দুর্গার ছবি। ক্যাপশনে রাজ লিখেছেন, ‘প্রত্যেক ভারতীয় মহিলার মধ্যেই দুর্গা রয়েছেন।’
বিয়ের পর ‘অ্যাডভেঞ্চার জোজো’র পরিচালনা দিয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন রাজ। কিন্তু শুভশ্রী এই মুহূর্তে কোনও ছবি করছেন না। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বেছে বেছে প্রজেক্ট করতে চান। কিছুদিন আগেই একটি পুজোর ভিডিও শুট করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছিল শুভশ্রীকেও।
আরও পড়ুন, কী ভাবে বনির ‘গার্লফ্রেন্ড’ হলেন কৌশানী?
Goddes #Durga resides in every #Indian #women . #subhosashti 🙏
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)