শিল্পা শেট্টীর স্বামীর বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। এর মধ্যে বুধবার সকালেই শিল্পা ঘোষণা করেন, বান্দ্রায় তাঁর রেস্তরাঁ ‘বাস্টিয়ন’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পর থেকে প্রায় হইহই পড়ে গিয়েছে। এ বার রাজ কুন্দ্রা মুক্তহস্তে দান করতে শুরু করেছেন। অকাতরে বিলোচ্ছেন টাকা!
আরও পড়ুন:
জেলে থাকাকালীন তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছিল। ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রাজের দ্বিতীয় ছবি ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির প্রথম দিনে যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে সেই টাকা তিনি বন্যাকবলিত পঞ্জাবে দান করবেন। রাজের এ হেন উদ্যোগ মন কেড়েছে নেটাগরিকদের। বেশির ভাগ ক্ষেত্রেই রাজের কাজকর্ম নেটাগরিকদের খুব একটা মনে ধরে না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
ইতিমধ্যে পঞ্জাবের এমন অবস্থায় গায়ক দিলজিৎ দোসাঞ্জ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রাম দত্তক নিলেন। খাবার, জল, প্রাথমিক চিকিৎসার মতো জরুরি পরিষেবার দিকেই জোর দিয়েছে তাঁর দল। অন্য দিকে, এমি ভির্ক বন্যাবিধ্বস্ত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা দিয়েছেন। পঞ্জাবের বাসিন্দাদের অবস্থা দেখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনিও।