বলিউডের প্রথম ‘সুপারস্টার’ তারকার তকমা পেয়েছিলেন রাজেশ খন্না। সেই সুপারস্টার রাজেশের জীবন থেকে ‘স্টারডম’ চলে গিয়েছিল একটা সময়ের পরে। এক দিকে যে তারকাকে নিয়ে অনুরাগীদের মধ্যে ছিল লাগামহীন উন্মাদনা, সময়ের সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে গিয়েছিল। একটা সময় ফুরসত ফেলার সময় ছিল না যাঁর, সেই রাজেশই শেষ দিকে ক্যামেরার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে শেষ দিকে পরিচালক আর বালকির সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট করেছিলেন। সেই কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক বালকি।
এমনিতে রাজেশকে সকলেই ‘কাকাজি’ নামে সম্বোধন করতেন। কিন্তু তিনি বরাবর ‘স্যর’ বলেই ডেকে এসেছেন বলে জানান বালকি। অভিনেতাকে একটি বিজ্ঞাপনের শুটের চিত্রনাট্য বোঝাচ্ছিলেন এক দিন। সেই সময় অভিনেতা বেশ অসুস্থ। ফলে পরিচালক বুঝতে পারছিলেন না, আদৌ অভিনেতা চিত্রনাট্যটা বুঝতে পারছেন কি না! যদিও পরিচালকের এমন দ্বিধা বুঝতে পেরে হাসতে হাসতেই রাজেশ বলে ওঠেন, ‘‘বাবুমশাই, তুমি কি মনে করো, রসবোধ না থাকলে আমি সুপারস্টার হতে পারতাম?”
আরও পড়ুন:
বালকি জানান, বিজ্ঞাপনের শুটিং হয় বেঙ্গালুরুতে। অভিনেতার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁকে বিমান অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় শুটিংয়ে। হাতে আইভি ড্রিপ লাগানো রাজেশের। মেরেকেটে একটানা ৪৫ সেকেন্ড অভিনয় করতে পারতেন। এক মিনিটের ওই বিজ্ঞাপনের জন্য ফুটেজ ছিল সাত মিনিট। তবে পরিচালক নিজের দক্ষতায় কাজটি সম্পন্ন করেন। বালকির কাজ পছন্দ হয়েছিল রাজেশের। ইচ্ছে ছিল ছবি করার। কিন্তু সেই সাধ অপূর্ণ রয়ে যায়।