আশপাশ দিয়ে বরুণ ধওয়ন, টাইগার শ্রফ এমনকী, নতুন আসা কার্তিক আরিয়ানের ছবিও বক্স অফিসে বাজি মেরে দিল। অথচ সিংহাসনে বসে যাঁর রাজপাট চালানোর কথা, সে কিনা পরপর ফ্লপ দিচ্ছে! নয়তো কোনও মতে মাঝারি গোছের একটা হিট... অথচ রণবীর কপূরের কেরিয়ার তো এমন হওয়ার কথা ছিল না।
কপূর পরিবারের যোগ্য উত্তরসূরি কেরিয়ারের শুরুতে আলতো হোঁচট খেলেও সামলে নিয়েছিলেন। ‘ওয়েক আপ সিড’, ‘আজব প্রেম কী গজব কহানি’, ‘রকেট সিংহ...’, ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’.... কোনও ছবি বক্স অফিসে সফল, কোথাও রণবীরের অভিনয় নিন্দুকদের নিশ্চুপ করে দেয়।
‘সঞ্জু’ দিয়ে ফের তিনি সকলের মুখ বন্ধ করে দিয়েছেন। সঞ্জয় দত্তর জীবনের পরতগুলো রণবীর ছাড়া আর কেউ বোধহয় অতটা নিখুঁত করে তুলে ধরতে পারতেন না। নিজের একশো শতাংশ এই ছবির জন্য উজাড় করে দিয়েছিলেন রণবীর। সে অবশ্য তিনি তাঁর সব ছবিতেই দেন। কিন্তু বক্স অফিসের জন্য অন্য ম্যাজিক লাগে। এত দিনে সেটা হয়েছে। ‘সঞ্জু’র বক্স অফিস রিপোর্ট বলছে, পাঁচ দিনে ১৮৬ কোটি টাকা কালেকশন করেছে ছবি। চার দিকের ফিসফাস বন্ধ করার জন্য এই হিটটা ভীষণ ভাবে দরকার ছিল রণবীরের।