Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

আগামী কৃষও পরিচালনা করবেন রাকেশ

১৯ অক্টোবর ২০১৯ ০০:০১
হৃতিক-রাকেশ

হৃতিক-রাকেশ

যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়র’-এর সাফল্যের পরে হৃতিক রোশন কোন ছবি শুরু করবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। ‘কৃষ ফোর’-এর কথা হৃতিকই এক বার বলেছিলেন তাঁর অন্য ছবির প্রচারে। তবে সেটাই তাঁর আগামী ছবি কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হৃতিকের বাবা রাকেশ রোশন ক্যানসার সারভাইভার। শারীরিক ভাবে তিনি আগের চেয়ে সুস্থ হলেও, ছবি পরিচালনার ঝক্কি নিতে পারবেন কতটা, সেটাও বিবেচ্য।

তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ স্পষ্ট করে দিয়েছেন, কৃষ ফোর হলে, তার পরিচালনা তিনিই করবেন। তিনি বলেছেন, ‘‘এই ছবিটি সঞ্জয় (গুপ্ত) পরিচালনা করবে বলে আমিও নানা জায়গায় পড়েছি। তবে এটা সম্পূর্ণ ভুল। আমার সঙ্গে ছবির স্ক্রিপ্ট লিখছে সঞ্জয়। ওর সঙ্গে আমার চিন্তাভাবনা খুব মেলে। তবে ছবিটা হলে আমিই পরিচালনা করব।’’

রাকেশ বলেন, ‘‘এখনও স্ক্রিপ্টের কাজ চলছে। স্ক্রিপ্ট নিয়ে আমি একশো শতাংশ নিশ্চিত হলে, তবেই ছবির ঘোষণা করব। কারণ ছবির প্রি-প্রোডাকশনের কাজ করতেই এক বছর সময় লেগে যাবে।’’ তাঁর কথায়, এই ছবিতেও অ্যাকশনের পাশাপাশি আবেগ গুরুত্ব পাবে।

Advertisement

আরও পড়ুন

Advertisement