বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। বরাবরই প্রচারের আলোয় থাকতে ভালবাসেন রাখি সবন্ত। এমনকি প্রচারের আলোতে থাকতে নিত্যনতুন কিছু না কিছু করেই থাকেন তিনি। সম্প্রতি আবার তিনি খবরে। তবে এ বার আর নতুন কোনও বিতর্ক নয়, বরং বলা যায় বিতর্ক তৈরি করার প্ল্যাটফর্মের মাধ্যমে ফের শিরোনামে তিনি।
সম্প্রতি ‘ফিল্মিমন্ত্র’ নামে একটি ফিল্ম ও গসিপ ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন একটি টিভি শো নিয়ে আসতে চলেছেন রাখি। এই প্রস্তাবে রাখি রাজি হয়েছেন বলে দাবি করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মুর্তাজা রঙ্গওয়ালা।
শোনা যাচ্ছে, জনপ্রিয় টক-শো ‘কফি উইথ কর্ণ’-এর অনুকরণে এই শোয়ের নাম রাখা হয়েছে ‘কফি উইথ রাখি’। এই শোয়ের মাধ্যমে রাখি বলিউডের নানান সেলিব্রিটির গোপন কথা ফাঁস করবেন বলে জানিয়েছেন। এমনকি সাম্প্রতিক কালের রাজনৈতিক নির্বাচন এবং তারকাদের মেগা বিয়ে নিয়েও কথা বলবেন তিনি। চমক থাকবে আরও। তবে তার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রাখি।
আরও পড়ুন: রাখি সবন্তের বিয়ে বাতিল!
সম্প্রতি দীপক কালালকে তিনি বিয়ে করছেন কিনা, সেই চর্চায় মশগুল হয়ে উঠেছিল বলি পাড়া। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেও, দীপক এই শোয়ে অতিথি হিসেবে আসতে পারেন বলে জানানো হয়েছে।
রাখির নতুন শো এখন নতুন কী বিতর্ক বয়ে আনে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: রাখি সবন্তকে বিয়ে করছেন ইনি! চেনেন এঁকে?