Advertisement
১০ মে ২০২৪
RRR

RRR: আরআরআর টিমকে ১৮ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার রামচরণের! সঙ্গে আর কী 

বক্স অফিসে তুফান তুলেছে এসএস রাজামৌলির 'আরআরআর'। ৪৫০ কোটি বাজেটের ছবি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দ্বিগুণ অঙ্কের টাকা তুলে নিয়েছে! 

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ২২:৩১
Share: Save:

বক্স অফিসে তুফান তুলেছে এসএস রাজামৌলির 'আরআরআর'। ৪৫০ কোটি বাজেটের ছবি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দ্বিগুণ অঙ্কের টাকা তুলে নিয়েছে। এই মুহূর্তে আরআরআরের পকেটে ৯০০ কোটি। সেই আনন্দে দক্ষিণী অভিনেতা আলুরি সীতারাম রাজু ওরফে রামচরণ 'আরআরআর' সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন বলেও জানা গেছে। একেকটি মুদ্রার ওজন নাকি ১০ গ্রাম!

দলের ৩৫ জন সদস্যকে সব মিলিয়ে মোট ১৮ লাখ টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে আনন্দ উদ্‌যাপন করেছেন অভিনেতা। শুধু তাই নয়, হায়দরাবাদের বাড়িতে তাঁর সঙ্গে প্রাতঃরাশের আমন্ত্রণও জানিয়েছেন সকলকে।

একটা তেলুগু যুদ্ধের ছবি এমন বিপুল সাফল্য পাবে তা আশা করেননি দলের কেউই, তবে মানুষের ভাল লাগবে এমনটা বুঝেছিলেন। রামচরণ জানান, দর্শকের এমন প্রতিক্রিয়া তাঁর কাছেও বড় চমক। তাই মিষ্টির বাক্স আর স্বর্ণমুদ্রায় ভরিয়ে তুললেন আনন্দের মুহূর্ত। সদস্যদের যে সোনার কয়েন উপহার দিয়েছেন তিনি সেগুলোর এক পিঠে 'আরআরআর' লোগো রয়েছে, অন্য পিঠে রয়েছে রামচরণের নাম।

সব মিলিয়ে 'আরআরআর'-এর আয় দেশের তাবড় বাণিজ্য বিশারদদেরও হতবাক করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RRR Junior NTR Ram Charan Teja S S Rajamouli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE