চিনতে পারছেন? ছবিটা দেখে বলে দেওয়ার আর অপেক্ষা রাখে না, যে ইনি অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিম। কিন্তু সম্প্রতি এই ছবি শেয়ার করছেন পরিচালক রামগোপাল বর্মা। কেন বলুন তো?
এ বারই আসল টুইস্ট। রামুর টুইটারে কী করছেন দাউদ?
আসলে রামগোপাল খুঁজে পেয়েছেন এই নতুন দাউদকে। যাঁকে নিয়ে বড় পর্দায় বাজি ধরেছেন তিনি। তাই ছবি দেখে অবাক হবেন না। রামুর টুইটে এই নতুন দাউদ এসেছেন স্বাভাবিক নিয়মেই। ইনি একজন অভিনেতা। রামগোপালের আগামী ছবি ‘গর্ভনমেন্ট’-এ দাউদ ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করবেন।
টুইটারে প্রথমে পরিচালক লিখেছিলেন, ‘আমি এতদিনে গর্ভনমেন্টে দাউদের ভূমিকায় অভিনয় করার জন্য একজন অভিনেতাকে পেয়েছি।’ পরে মজা করে রামু লেখেন, ‘ইনি যে একজন অভিনেতা সেটা আমি মিথ্যে বলেছিলাম…দাউদ নিজেই গর্ভনমেন্টে অভিনয় করতে রাজি হয়েছেন।’
সে যাই হোক, ইনি আসল নাকি নকল দাউদ সে বিচারের ভার আপনার হাতে।
আরও পড়ুন, মোদীর থেকে বেশি অ্যাডভান্সড ভারত তৈরি করবেন সানি!