Advertisement
১৬ জুন ২০২৪
Entertainment News

রূপান্তরিত শ্রী-র বলিউড ডেবিউ

শ্রীর কথায়, ‘‘রামকমলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। উনি কী চাইছেন, সে ব্যাপারে খুব পরিষ্কার। প্রথমে আমার একটু দ্বিধা ছিল। কিন্তু গল্পটা শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। তখনই ঠিক করেছিলাম, এই ছবিটার সঙ্গে থাকতে চাই।’’

শ্রী ঘটক মুহুরি।

শ্রী ঘটক মুহুরি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৪:২২
Share: Save:

ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে ‘সিজনস্ গ্রিটিংস’ তৈরি করছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। একটি চরিত্রে এক রূপান্তরকামী অভিনেতাকে কাস্ট করতে চেয়েছিলেন পরিচালক। অবশেষে সে সুযোগ এল। এই ছবিতে ‘চপলা’র চরিত্রে রূপান্তরিত শ্রী ঘটক মুহুরিকে কাস্ট করলেন রামকমল।

‘‘একজন অভিনেতা বা অভিনেত্রীকে এই রূপান্তরকামী চরিত্রটির জন্য কাস্ট করা মুশকিল ছিল। জেন্ডার স্পেসিফিক রোল না হলে অনেকেই করতে চান না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে এই চরিত্রটাই বিশ্বাস করবে, জাস্টিফাই করতে পারবে’’ বলছিলেন রামকমল। ফলে শ্রী-র অডিশন নেন তিনি। অডিশনের পর চরিত্রের জন্য পছন্দও হয়ে যায় তাঁকে। এই ছবির মাধ্যমেই বলিউড প্রথম রূপান্তরকামী অভিনেতাকে পেল বলে দাবি করছেন রামকমল।

শ্রীর কথায়, ‘‘রামকমলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। উনি কী চাইছেন, সে ব্যাপারে খুব পরিষ্কার। প্রথমে আমার একটু দ্বিধা ছিল। কিন্তু গল্পটা শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। তখনই ঠিক করেছিলাম, এই ছবিটার সঙ্গে থাকতে চাই।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

এই ছবিতে লিলেট দুবে এবং সেলিনা জেটলির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রী। সব মিলিয়ে তাঁর কাছে নতুন জার্নি। রূপান্তরিত এক অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরাও।

আরও পড়ুন, অভিনয়ের ডাক না পেয়ে নিরাপত্তারক্ষীর চাকরি করছেন এই অভিনেতা!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood Celebrities Hindi Film Upcoming Movies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE