Advertisement
E-Paper

১৬ বছরের মেয়েকে জন্মদিনে ‘আদর পুতুল’ দিতে চেয়েছিলেন গৌতমী কপূর, শুনে কী করেন কন্যা?

গৌতমী ও রাম। হিন্দি টেলিভিশনের তারকাদম্পতির এক কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতমী জানান, তিন বছর আগে মেয়ের ১৬ বছরের জন্মদিনে বিশেষ উপহার দিতে চেয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬
গৌতমীর পরিকল্পনা শুনে কী করেন মেয়ে সিয়া?

গৌতমীর পরিকল্পনা শুনে কী করেন মেয়ে সিয়া? ছবি: সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাম কপূর ও তাঁর স্ত্রী গৌতমী কপূর। খুব শীঘ্রই গৌতমীকে দেখা যাবে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ়ে। একসময় হিন্দি টেলিভশনে চুটিয়ে কাজ করেছেন গৌতমী ও রাম। তারকাদম্পতির এক কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতমী জানান, তিন বছর আগে মেয়ের ১৬ বছরের জন্মদিনে তাকে ‘আদর পুতুল’ (সেক্স টয়) উপহার দিতে চেয়েছিলেন, সঙ্গে একটি ‘ভাইব্রেটর’ও। কী কারণে এমন চিন্তাভাবনা গৌতমীর?

এমনিতেই ভারতীয় সমাজে যৌনতা নিয়ে প্রচুর ছুতমার্গ রয়েছে বলে অভিযোগ। যৌনশিক্ষা স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা নিয়ে সমাজের একাংশ দাবি তুললেও, বিপক্ষে অনেকেই। এমনিতেই কিশোর বয়সে বয়ঃসন্ধিতে ছেলেমেয়েদের মধ্যে যৌনতা নিয়ে নানা ধরনের কৌতূহল থাকে এবং তা থেকে অনেক সময় বিপদও ঘটিয়ে ফেলে অনেকে। তাই মেয়ের মধ্যে যাতে যৌনতা নিয়ে কোনও অবৈজ্ঞানিক, অস্বাভাবিক ধারণা তৈরি না হয়, সেই ভাবনা থেকে গৌতমী তাকে ‘আদর পুতুল’ ও ‘ভাইব্রেটর’ উপহার দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, যৌনতা নিয়ে মেয়ের মধ্যে যেন অহেতুক কোনও ছুতমার্গ তৈরি না হয়। তবে মায়ের এমন প্রস্তাব ফিরিয়ে দেন কন্যা সিয়া কপূর। গৌতমীর কথায়, ‘‘আমি মেয়েকে যখন বললাম, জন্মদিনে তাকে ‘আদর পুতুল’ দিতে চাই, তখন সে আমার দিকে কিছু ক্ষণ তাকিয়ে থাকে। তার পর বলে, আমার মাথাটা নাকি একেবারে খারাপ হয়ে গিয়েছে! আমি অসুস্থ।’’

যদিও এই প্রসঙ্গে গৌতমীর যুক্তি, ‘‘ভারতীয় সমাজে মায়েরা মেয়েদের এমন চাহিদার কথা ভাবেন না। এ ছাড়াও আমার মা যেটা আমার জন্য ভাবেনি, সেটা আমি আমার মেয়ের জন্য ভেবেছি।’’ যদিও ১৬ বছরের সিয়া এখন ১৯ বছরের প্রাপ্তবয়স্ক মেয়ে। সেই সময়ে মায়ের এ-হেন পদক্ষেপ বুঝতে না পারলেও, পরে এমন আধুনিক চিন্তার জন্য মাকে বাহবাই দিয়েছে সে, জানান গৌতমী।

Gautami Kapoor Ram Kapoor Hindi Serial TV Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy