একসময় সন্তান নিতেই চাননি অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা। তার পরে যদিও তাঁদের কোলে আসে কন্যাসন্তান। মাসকয়েক আগেই জানা যায়, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা। জানুয়ারির শেষ দিনে সুখবর রাম চরণের পরিবারে। একেবারে জোড়া আনন্দ হাজির।
আরও পড়ুন:
বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ ও উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের দু’বছর বয়স হতে না হতেই ফের সুখবর দিলেন তারকাদম্পতি। এ বার এক কন্যা এবং এক পুত্র সন্তানের জন্ম দিলেন উপাসনা। পরিবারের যমজ সন্তানের আগমণের সুখবর দিলেন দাুদু চিরঞ্জীবী। তিনি জানান, মা ও সন্তানরা তিন জনেই ভাল আছেন।
দ্বিতীয় বার সন্তান আগমনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দম্পতি। তবে মাসখানেক আগে উপাসনা একটি পোস্টে যমজ সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’’ খবর, সন্তানজন্মের পরে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নেবেন রাম চরণ।