নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। দীর্ঘ দিন বলিউডে থাকার সুবাদে নির্দিষ্ট পারিশ্রমিকও চান তিনি। এই দাবি রাখার জন্যই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে সিদ্ধান্তে অনড় থেকেছেন দীপিকা। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে তরজাও চলেছে বিস্তর। দীপিকার সমর্থনে কথা বলেছেন একাধিক তারকা। এ বার রানা ডগ্গুবতি বিষয়টি নিয়ে মুখ খুললেন।
তেলুগু অভিনেতা এক সাক্ষাৎকারে অতিরিক্ত কাজ করা নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, “কেউ কাউকে জোর করছে না। এটা একটা কাজ। কোনও নির্দিষ্ট ছবিতে কাজ করার জন্য যেমন আপনাকে কেউ জোর করতে পারে না। তেমনই আপনি চাইলে কাজটা না-ই করতে পারেন। জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, তা তো নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। এমন অভিনেতাও রয়েছেন যাঁরা দিনে চার ঘণ্টা শুটিং করেন।”
রানা আরও বলেন, “আমাদের একটা বিষয় বোঝা উচিত। আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এখনও উন্নত দেশ নয়।” অভিনেতার মতে, অর্থনীতির দিক থেকেও খুব একটা এগিয়ে নেই এই দেশ। এই বিষয়গুলিও পর্যালোচনা করা উচিত বলে মনে করেন রানা।
আরও পড়ুন:
বিভিন্ন রাজ্যে কাজের ধরনও ভিন্ন। দক্ষিণের বিনোদন জগতের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন রানা। তিনি বলেছেন, “মহারাষ্ট্রে ১২ ঘণ্টা শুটিং করতে হয়। তেলুগু ছবির ক্ষেত্রে আবার আট ঘণ্টার শুটিং হয়। আবার মহারাষ্ট্রে সকাল ন’টা থেকে কাজ শুরু হয়। তেলুগু ছবিতে সকাল সাতটা থেকে শুটিং শুরু হয়।”
‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। তবে প্রথমেই অভিনেত্রী শর্ত রাখেন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং তিনি করবেন না। সেই সঙ্গে ২৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। এই দাবির জন্যই নাকি বাদ পড়তে হয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীকে। এই প্রসঙ্গে নাম না করে বঙ্গা প্রশ্ন তুলেছিলেন, “এটাই কি আপনার নারীবাদের প্রতীক?” প্রশ্ন ওঠে দীপিকার পেশাদারিত্ব নিয়েও। তবে দীপিকার সমর্থনেই মুখ খুলেছেন বেশিরভাগ তারকা।