২০২২ কি চিকিৎসক বিধানচন্দ্র রায়ের দখলে?
বৃহস্পতিবার এমনই প্রশ্ন তুলে দিয়েছে দু’টি খবর। পশ্চিমবঙ্গের রূপকারকে নিয়ে দু'টো জীবনী চিত্র হতে চলেছে। একটির প্রযোজক এসভিএফ। অন্যটি রানা সরকার। স্বাভাবিক ভাবেই সিনে মহলের কৌতূহল, বিধান তা হলে কার? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল রানার সঙ্গে। রানার জবাব বিধানচন্দ্র গোটা বাংলার, বাঙালির। পাশাপাশি এও দাবি তাঁর, চলতি বছরের জুলাই মাসে তিনিই প্রথম ফেসবুকে ঘোষণা করেছিলেন, কেউ পশ্চিমবঙ্গের এই চিকিৎসককে নিয়ে জীবনীচিত্রর কথা ভাবেন না! কেবল তিনিই ভেবেছেন। রানাই বিধানচন্দ্র রায়কে নিয়ে ছবি বানাবেন।
এ বার বছর শেষে এসভিএফের ঘোষণা, বিধানচন্দ্র রায়কে নিয়ে ছবি বানাতে চলেছে তারাও। অর্থাৎ, রানার এই ভাবনায় ভাগ বসাতে চলেছে প্রযোজনা সংস্থা।
শুধু ছবির নাম ঘোষণা করেই থামেনি শহরের প্রথম সারির প্রযোজনা সংস্থা। জানিয়েছে, বিধান চন্দ্র রায় এবং চিকিৎসক নীলরতন সরকারের মেয়ে কল্যাণী সরকারের প্রেম তাদের ছবির মূল বিষয়। এই ছবিতে থাকবে কলকাতার উপকণ্ঠে নদিয়া জেলায় গড়ে ওঠা কল্যাণী উপনগরীর কথাও। যা বিধানচন্দ্র রায় তৈরি করেছিলেন পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের জন্য। তবে কবে থেকে শ্যুটিং, কাকে মুখ্য চরিত্রে দেখা যাবে, পরিচালনাই বা কে করবেন? সে কথা সংস্থা এখনও জানায়নি।