এখন কার প্রতি মজেছেন? প্রশ্ন শুনে মুহূর্তও না ভেবে রণবীর কপূর যাঁর নাম করলেন শুনে তাজ্জব হতে হয়। বললেন, মার্কিন অভিনেত্রী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যানের কথা। যাঁকে সবাই একডাকে জেনডেয়া বলে চেনেন। ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে জনপ্রিয় মুখ তিনি। তাঁর অনুরাগী সংখ্যা প্রচুর। সেই মার্কিন নায়িকার প্রতি হৃদয়ের ব্যথার কথা রণবীর স্বীকার করে নিলেন।
বর্তমানে বলিউডের নজরকাড়া জুটি রণবীর এবং আলিয়া। তাঁদের একসঙ্গে দেখার জন্য ভক্তের আকুতির শেষ নেই। রূপকথার মতো প্রেমের স্বর্গ রচে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। এপ্রিলেই। এখন ভরা দাম্পত্য। কোল আলো করে আসতে চলেছে নবজাতক। এরই মাঝেই আবার নতুন চমক দিলেন রণবীর?
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর স্পষ্ট জানালেন, তাঁর এখনকার ক্রাশ জেনডেয়া। শুনে আলিয়ার কেমন লাগতে পারে সেই ভেবে অপ্রস্তুত সকলে। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে আলিয়াকে দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী বোঝাতে ডালভাতের অনুষঙ্গ টেনে এনেছিলেন রণবীর। বলেছিলেন, বিয়ের পর জীবনে টেংরি কাবাব নয়, ডালভাতের গুরুত্ব বেশি বলেই বুঝতে পেরেছেন। যদিও সব ধরনের রসিকতার মাঝে আলিয়া যে কতটা গুরুত্বপূর্ণ, তা-ও বারবার বুঝিয়ে দেন অভিনেতা। এ দিনও পরের উত্তরে আশ্বস্ত করেন রণবীর।