২০১৩ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘বম্বে ভেলভেট’ ছবিতে অভিনয় করেন রণবীর কপূর। বক্স অফিসে এই ছবি বিশেষ লাভের মুখ দেখেনি। সম্প্রতি নতুন ছবি ‘নিশানচী’র প্রচারে এসে এই নিয়ে মুখ খুললেন পরিচালক। কথা বললেন কাজের প্রতি অভিনেতার নিষ্ঠা নিয়ে।
রণবীরের প্রসঙ্গ উঠতে অনুরাগ বলেন, “ওঁর একাগ্রতা প্রবল। ওই একটা জিনিসের প্রতি আমি নিজেকে দায়বদ্ধ মনে করি। এখন খুব একটা পরীক্ষানিরীক্ষা করে না। (‘অ্যানিম্যাল’ ছবি) ওঁর পরীক্ষানিরীক্ষার অঙ্গ… রণবীর তাঁর পরিচালককে পুরোপুরি বিশ্বাস করে। এক বার সেই বিশ্বাস তৈরি হলে নিজেকে পুরো উজাড় করে দিতে পারে। কিন্তু, একটা সময় ছিল, যখন রণবীর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।”
আরও পড়ুন:
একসময় রণবীরের পর পর তিনটি ছবি বাণিজ্যিক ভাবে মুখ থুবড়ে পড়ে। পরিচালক বলেন, “পর পর তিনটি ছবি। আমার ছবি, তার পর আমার ভাইয়ের ছবি (অভিনব কাশ্যপের ‘বেশরম’) আর ‘জগ্গা জাসুস’ (অনুরাগ বসু পরিচালিত)। এর পরেই রণবীর পরীক্ষামূলক চরিত্র করা বন্ধ করে দেন। কিন্তু, ওঁর নিষ্ঠা দুর্দান্ত। পরিচালকের ভুল থাকলেও, ওঁর ভুল থাকে না। সকলে ভাল ছবি তৈরির জন্য একটা জায়গায় আসেন। এর পরেও কিন্তু অনেক পরিচালক খারাপ ছবি তৈরি করেন।”
রণবীর কপূরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডী বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে। তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় ‘হিট’। বিশ্ব জুড়ে ৮০০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এর পর তাঁকে দেখা যাবে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে।