২০০৭ সাল থেকে টানা দু’বছর সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কপূর। দুই তারকার সম্পর্ক যে গতিতে এগোচ্ছিল, তা দেখে সকলে ভেবেছিলেন যে, বিয়ের পিঁড়িতে খুব তাড়াতাড়ি বসতে চলেছেন তাঁরা। কিন্তু ২০০৯ সালে সম্পর্ক ভেঙে যায় রণবীর-দীপিকার। সম্পর্কে থাকাকালীন রণবীরের নামের উল্কি করান অভিনেত্রী। সম্পর্ক ভাঙতেই অনেক কষ্টে সেই ট্যাটু নিজের শরীর থেকে মোছেন দীপিকা। যদিও সেই ঘটনার বহু বছর কেটে গিয়েছে। এ বার রণবীর নিজের শরীরে ট্যাটু করালেন। জামা সরিয়ে দেখালেন সেই ট্যাটু।
আরও পড়ুন:
একটা সময় রণবীরের ‘ক্যাসানোভা’ বলে নামডাক ছিল বলিউডের অন্দরে। এখন তিনি ঘোরতর সংসারী। আলিয়া ভট্টের সঙ্গে সংসার পেতেছেন, এক বছরের ফুটফুটে এক কন্যাসন্তানের বাবা তিনি। মেয়ের নাম রেখেছেন রাহা। ছোট্ট রাহাকে নিয়েই দিনের বেশির ভাগ সময় কাটান রণবীর। এ বার সেই মেয়ের নামের ট্যাটু করালেন শরীরে। নিজের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচারে গিয়ে জামার কলার সরিয়ে দেখালেন ট্যাটু।