Advertisement
E-Paper

অনুষ্কা-ঘনিষ্ঠ রণবীর, জন্মদিনে বিরাটকে নিয়ে কী এমন বললেন অভিনেতা?

ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পরে কি সিনেমার পর্দায় দেখা যেতে পারে কোহলিকে? কোন আভাস দিলেন রণবীর কপূর?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৫
Ranbir Kapoor praises Virat Kohli that he is better than any other Bollywood actors

(বাঁ দিক থেকে) রণবীর কপূর, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি। —ফাইল ছবি।

৫ নভেম্বর ৩৬-এ পা দিলেন বিরাট কোহলি। ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সমাজমাধ্যমে তাঁকে অনুসরণ করেন। ভাল খেলোয়াড় হিসাবে নাম, যশ, খ্যাতি সবই পেয়েছেন। তবে তাঁর পরিচিতি শুধুই ক্রিকেট তারকাতেই সীমাবদ্ধ নয়। অসংখ্য বিজ্ঞাপনের মুখও বিরাট কোহলি। বিয়ের পোশাক থেকে চশমা, ব্যাট— অনেক পণ্যের বিজ্ঞাপনেই দেখা যায় তাঁকে। জীবনে অনুষ্কা শর্মা আসার আগে থেকেই বলিউডের সঙ্গে তাঁর সখ্য। অনুষ্কার আগে বিরাটের জীবনে যে দুই প্রেমিকা ছিলেন তাঁরাও বলি নায়িকা। এক সময় অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়েছিলেন বিরাট। যদিও অনুষ্কাকে বিয়ের পর থেকে বলিপাড়ার প্রথম সারির তারকারা ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতা হিসাবে বিরাট বলিউডের অনেককে ছাপিয়ে যেতে পারতেন, সে কথাও বলেছেন রণবীর কপূর।

বিরাট কোহলির বায়োপিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। সেই ছবিতে কি কোহলির চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন রণবীর? কানাঘুষো শোনা যাচ্ছে বলিপাড়ায়। তবে এই প্রসঙ্গে রণবীরের বক্তব্য অবশ্য ভিন্ন। তিনি নিজের থেকেও এগিয়ে রেখেছেন বিরাটকে। বেশ কয়েক মাস আগে রণবীরকে প্রশ্ন করা হয়, বিরাটের বায়োপিকে কি অভিনয় করতে রাজি তিনি? প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘‘আমার মনে হয় বিরাটের বায়োপিকে বিরাটের নিজেরই অভিনয় করা উচিত।’’ কিন্তু এমন এক সুযোগ কেন হাতছাড়া করছেন রণবীর? তারকার কথায়, ‘‘বিরাটকে অনেক অভিনেতার থেকে ভাল দেখতে। শুধু তাই-ই নয়, ওর ফিটনেসও অনবদ্য!’’

এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই অনুষ্কার সঙ্গে প্রথম আলাপ তাঁর। তার পরে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন বিরাট। ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পরে কি সিনেমার পর্দায় দেখা যেতে পারে কোহলিকে? এখন থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের।

Virat Kohli Ranbir Kapoor Anushka Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy