Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ranbir Kapoor

‘ব্রহ্মাস্ত্র’-র পর রণবীরকে দেখে হুমড়ি খেয়ে পড়ে গেলেন দর্শক, টেনে তুললেন নায়কই

চলচ্চিত্র দিবসে প্রেক্ষাগৃহে হাজির ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন আর নায়ক রণবীর। দর্শকের কাছে এর চেয়ে বড় চমক আর কী হতে পারে! যেন ঈশ্বর দেখছেন। হুড়োহুড়ি, ভিড় সামাল দিলেন রণবীরই।

হাত বাড়ালেন রণবীর কপূর

হাত বাড়ালেন রণবীর কপূর

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:২৬
Share: Save:

শুক্রবার জাতীয় চলচ্চিত্র দিবসে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে ‘ব্রহ্মাস্ত্র’ চলছিল। হঠাৎ হাজির রণবীর কপূর এবং অয়ন মুখোপাধ্যায়। দর্শক যেন ঈশ্বর দেখছেন চোখের সামনে। আপ্লুত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কেউ কেউ। আরও এক দল তাঁদের ঘাড়ে-পিঠে চড়লেন। রণবীরকে একটি বার ছুঁয়ে দেখতে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। কেউ-ই বঞ্চিত হতে চাইছেন না। ভক্তদের বাঁধভাঙা ভালবাসায় এ দিকে ব্যারিকেড ভেঙে যাওয়ার জোগাড়।

সূত্রের খবর, শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। ছবির প্রদর্শন শেষ হওয়ার পর ভক্তদের সঙ্গে কথা বলছিলেন রণবীর। হাত মেলাচ্ছিলেন কারও কারও সঙ্গে। তবে একদল দর্শক হঠাৎ বেসামাল হয়ে পড়েন বলে জানা যায়। ব্যারিকেডের উপর হুমড়ি খেয়ে পড়ে ‘ব্রহ্মাস্ত্র’-র নায়কের সঙ্গে নিজস্বী তুলতে চেয়েছিলেন তাঁদেরই কেউ কেউ। তাতে বড় বিপদ ঘটতে ঘটতে বেঁচে যায়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে ছুটে গিয়ে হাত বাড়িয়ে দেন রণবীরই। টেনে তোলার চেষ্টা করেন তাঁদের। পড়ে গিয়েও তাই হাসি ফুটে ওঠে সেই সব দর্শকের মুখে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা। ছড়িয়ে যায় নেটদুনিয়ায়।

প্রেক্ষাগৃহে আচমকা হাজির হওয়া ছাড়াও আরও এক কাজ করেছেন রণবীর আর অয়ন। ২৩ সেপ্টেম্বর, জাতীয় চলচ্চিত্র দিবসে ‘ব্রহ্মাস্ত্র’-র টিকিটের দাম কমিয়ে মাত্র ৭৫ টাকা করে দেন তাঁরা।

গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’। যদিও ফ্র্যাঞ্চাইজির প্রথম ভাগ এটি, তবু তিনটি ছবি মিলিয়ে মোট বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ‘শিব’। ‘ব্রহ্মাস্ত্র ২’ এখন নির্মাণের পথে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranbir Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE