রণবীর কপূরের কেরিয়ারের পালে তা হলে হাওয়া লাগল। ‘বম্বে ভেলভেট’ আর ‘তামাশা’র মতো ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর গণভোটে মোটামুটি ঠিকই হয়ে গিয়েছিল, রণবীরের কেরিয়ার শেষ। কিন্তু রণবীর কপূর ফিরতে জানেন। না হলে রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’তে তাঁর টিজ়ার দেখেই জনতা এ ভাবে কাত হন!
টিজারে বোঝা যাচ্ছে, সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার প্রথম জীবন থেকেই গল্প শুরু করেছেন রাজু হিরানি। সেখান থেকে বডি বিল্ডার সঞ্জু, অভিনেতা সঞ্জু, বেআইনি এ কে ফর্টিসেভন রাখা সঞ্জু, প্রেমিক সঞ্জু— চরিত্রের বাহার অনেক! এবং সঞ্জয়ের প্রতিটি রূপ, জীবনের প্রতিটি পর্যায় রণবীর এতটা সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন যে, তাঁকে কুর্নিশ জানাতেই হয়।
১৬ কেজি ওজন বাড়িয়েছেন, পেশিবহুল চেহারা বানিয়েছেন, চুলের কায়দা বদলেছেন, এমনকী বদলে ফেলেছেন শরীরের ভাষা, চোখের চাউনিও। কোনও ফ্রেমেই বেমানান লাগছে না তাঁকে। ট্রেনার কুণাল গির রীতিমতো গর্বিত রণবীরকে নিয়ে।