নিজেকে প্রচারের আলো থেকে খানিকটা সরিয়ে রাখতেই পছন্দ করেন রণবীর কপূর। তাই সমাজমাধ্যমে তাঁর কোনও অ্যাকাউন্ট নেই! তবে শোনা যায়, অন্য অভিনেতাদের জীবনযাপনের উপর গোপনে নজরদারি করেন রণবীর। অভিনেতার নাকি বেনামে একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে মাত্র দু’টি ভিডিয়ো রয়েছে। সেটিও তাঁর মেয়ে রাহার। এ দিকে, স্ত্রী আলিয়া ভট্ট সমাজমাধ্যমে অতিসক্রিয়। প্রায় ৮.৬ কোটি ‘অনুসরণকারী’ তাঁর। যদিও আলিয়া হাতে গোনা কয়েকজনকে ‘অনুসরণ’ করেন। অবাক করা বিষয় হল, সেই তালিকায় নেই স্বামী রণবীর। কারণ, তাতে নাকি আপত্তি রয়েছে রণবীরেরই!
আরও পড়ুন:
বহু দিন ধরেই অভিনেতার অনুরাগীদের কৌতূহল, কী নামে রয়েছে রণবীরের সেই বেনামী অ্যাকাউন্ট? সেই গোপন তথ্য প্রায় ফাঁস করে দিয়েছিলেন অভিনেতার মা নীতু কপূর। ২৮ সেপ্টেম্বর, রণবীরের জন্মদিন। ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু। সেখানেই একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেন তিনি। অ্যাকাউন্টের নাম ‘আরকেএস’। রণবীরও বি-টাউনে ‘আরকে’ নামে পরিচিত। তাঁর ঠাকুরদা রাজ কপূরও ‘আরকে’ নামে পরিচিত ছিলেন। নাম ও পদবীর আদ্যক্ষর ব্যবহার করা তাঁদের পরিবারের রীতি।
তবে এটা রণবীরের গোপন অ্যাকাউন্ট নয়। আলিয়া জানান, রণবীর তাঁর ৪৩তম জন্মদিনে এই অ্যাকাউন্টটি খোলেন। কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে কাউকেই অনুসরণ করেন না। রণবীর বলেন, ‘‘আমি চাই, দর্শক আমাকে কেবল সিনেমার পর্দায় দেখুক। আর আলিয়াকে বারণ করি। কারণ ও ‘অনুসরণ’ করলে বাকিরা বুঝে যাবে, এটা আমার অ্যাকাউন্ট।’’