Advertisement
০৪ ডিসেম্বর ২০২২
Entertainment News

কঙ্গনার ‘বুড়ো কাকা’ হৃতিক!

আদিত্য-হৃতিককে নিয়ে নতুন করে কঙ্গনার ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনায় এ বার কঙ্গনার হয়ে ময়দানে নেমেছেন বোন রঙ্গোলি চান্দেল। সরাসরি একাধিক টুইট করে রঙ্গোলির দাবি, কঙ্গনা যখন স্কুলে পড়তেন, তখন হৃতিকের প্রথম ছবি মুক্তি পেয়েছিল।

হৃত্বিককে ‘বুড়ো কাকা’ বললেন কঙ্গনার দিদি রঙ্গোলি।

হৃত্বিককে ‘বুড়ো কাকা’ বললেন কঙ্গনার দিদি রঙ্গোলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৫:৪১
Share: Save:

কঙ্গনা রানাউত এবং হৃতিক রোশনের কাদা ছোড়াছুড়ি যেন শেষই হচ্ছে না। প্রায় এক বছর হতে চলল দুই প্রাক্তনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঝামেলা বি-টাউনের ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। দু’জনই একে অপরকে ‘গাল-মন্দ’ করতে একটিও সুযোগ ছাড়েন নারাজ। এ বার কঙ্গনার হয়ে সম্মুখ-সমরে দিদি রঙ্গোলি চান্দেল। সরাসরি হৃতিককে ‘কাকা’ বলে কটাক্ষ করেছেন রঙ্গোলি।

Advertisement

আরও পড়ুন, ‘দঙ্গল’-এর থেকে অনেক বড় ‘সিক্রেট সুপারস্টার’, বললেন আমির

আরও পড়ুন, প্যান্ট খুলে নেব, বিমানবন্দরে হুমকি উদিত-পুত্র আদিত্যের

ঘটনাটা আসলে কী?

Advertisement

চলতি বছর এপ্রিলে হৃতিক কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করেন। হৃতিকের অভিযোগ ছিল, কঙ্গনা তাঁর উপর নজর রাখছেন। সম্প্রতি ফের এ নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা। হৃতিকের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্ত্রী সুজানও। আদিত্য-হৃতিককে নিয়ে নতুন করে কঙ্গনার ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনায় এ বার কঙ্গনার হয়ে ময়দানে নেমেছেন বোন রঙ্গোলি চান্দেল। সরাসরি একাধিক টুইট করে রঙ্গোলির দাবি, কঙ্গনা যখন স্কুলে পড়তেন, তখন হৃতিকের প্রথম ছবি মুক্তি পেয়েছিল। সুতরাং কঙ্কনার মতো এক জন সুন্দরী ও বুদ্ধিমান মেয়ের হৃতিকের মতো বুড়ো কাকার উপর নজর রাখার প্রয়োজন পড়ে না।

(_) ' (_) (_)

(_) ' (_) (_)

(_) ' (_) (_)

রঙ্গোলির আরও বক্তব্য, হৃতিকের এ বার নিজের পরিবারের দিকে নজর দেওয়া প্রয়োজন।

হৃত্বিক, আপনি শুনতে পেয়েছেন তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.