২৩ সেপ্টেম্বর ছিল ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন রানি মুখোপাধ্যায়। সে দিন হাসিমুখেই পুরস্কার নেন রানি। কিন্তু মুম্বই ফিরে অভিযোগ করলেন, যা হয়েছে সেটা ‘অন্যায্য’।
আরও পড়ুন:
রানির সঙ্গে এ দিন সেরা অভিনেতা হিসাবে পুরস্কার গ্রহণ করেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসে। একসঙ্গেই বসেছিলেন তাঁরা। তা হলে কি শাহরুখ-বিক্রান্তের সঙ্গে কোনও গোলমাল? না। রানির অভিযোগ জাতীয় পুরস্কারের নিয়মাবলি তৈরি করেন যাঁরা, সেই আধিকারিকদের বিরুদ্ধে। অভিনেত্রী নিজের জীবনের বিশেষ এই দিনটা মেয়ে আদিরার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। যদিও সেটা সম্ভব হল না। কারণ ১৪ বছরের কম যাদের বয়স, তাঁদের নাকি ওই অনুষ্ঠানে ঢোকার অনুমতি নেই। এ দিকে রানির মেয়ের বয়স মাত্র ১০। সেই কারণে মায়ের সঙ্গে ওই বিশেষ মুহূর্তে থাকতে পারেনি মেয়ে।
রানির কথায়, ‘‘মেয়ে আমার সঙ্গে যেতে চেয়েছিল। যখন এখান থেকে বলা হল ১৪ বছরের কম বয়সিদের প্রবেশের অনুমতি নেই, সেটা শুনেই রাগে গজগজ করতে থাকে। খুব অন্যায় আসলে। মেয়েকে যদিও আশ্বস্ত করে বলি, ‘ওই দিন তুমি আমার সঙ্গেই থাকবে’। আদিরা আসলে আমার জন্য শুভ।’’ জাতীয় পুরস্কারের মঞ্চে মেয়েকে না নিয়ে এলেও সারা ক্ষণ সঙ্গে রাখলেন তাকে। কী করে? গলায় যে সরু হারটি পরেছিলেন অভিনেত্রী, সেখানে লেখা ছিল আদিরার নাম। এ ছাড়াও পুরস্কার পাওয়ার পর সঙ্গে সঙ্গে মেয়েকে ‘ভিডিয়ো কল’ করে সবটা দেখান। রানির মেয়ে বয়স ১০ পেরিয়ে গেলেও এখনও তাকে কেউ দেখেননি। কোনও ছবিশিকারি আদিরার ছবিও তোলেননি। হয়তো এ দিনের অনুষ্ঠানে এলে ছোট্ট আদিরাকে দেখতে পেতেন অভিনেত্রীর অনুরাগীরাও।