Advertisement
E-Paper

‘আমি একদিন জেলে যাব’, মাস কয়েক আগে নিজেকে নিয়ে করা ভবিষ্যদ্বাণীই সত্যি হল রণবীরের!

মাস কয়েক আগেই একটি পডকাস্টে রণবীর বলেন, ‘‘আমার রসবোধের জন্য জেলেও যেতে হতে পারে।’’ রণবীরের পুরনো এই ভিডিয়ো ফের ভাইরাল সমাজমাধ্যমে। রণবীর একা নন, সঙ্গে ছিলেন অভিনেতা বীর দাস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৩
আগে থেকেই এমন কিছু আঁচ করতে পারেন রণবীর!

আগে থেকেই এমন কিছু আঁচ করতে পারেন রণবীর! ছবি: সংগৃহীত।

রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্য নিয়ে সমাজমাধ্যম সরগরম। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে একটি মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন নেটপ্রভাবী। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগও। যদিও প্রকাশ্যে ক্ষমা চাইতে বিলম্ব করেননি রণবীর। তবে তার পরেও বিতর্ক থামেনি। মাস কয়েক আগেই একটি পডকাস্টে রণবীর বলেন, ‘‘আমার রসবোধের জন্য জেলেও যেতে হতে পারে।’’ রণবীরের পুরনো এই ভিডিয়ো ফের ভাইরাল সমাজমাধ্যমে। রণবীর একা নন, সঙ্গে ছিলেন অভিনেতা বীর দাস।

রসিকতা ও নিজস্বতা রক্ষার যে ভারসাম্য তা নিয়ে এই ভিডিয়োয় তাঁরা একসঙ্গে আলোচনা করছিলেন। কৌতুকাভিনেতা হিসাবে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত তিনি। বার বার হাস্যরসের সঙ্গে বীর নিজের প্রতি সৎ থাকার উপর জোর দিয়েছেন। রণবীর স্বীকার করেছেন যে দর্শক তাঁকে চেনেন তাতে তার কোনও সমস্যা নেই কিন্তু রসিক হওয়া তাঁর পক্ষে বেশ কঠিন কাজ। রণবীর বলেন, ‘‘জীবনে কখনও নিজেকে সকলের সামনে তুলে ধরতে বেগ পেতে হয়নি, তবে রসিক হওয়াটা খুব কঠিন হয়ে যায়।’’ তখনই রণবীর বলেন, ‘‘আমার মনে হয় আমার হাস্যরসের কারণে একদিন জেলে যেতে হবে।’’ যদিও সেই সময় গোটাটাই মজার ছলে বলেছিলেন কিন্তু সেটাই যেন সত্যি হল প্রায় রণবীরের জীবনে। মুহূর্তের রসিকতার জন্য থানা, পুলিশ, আদালতের চক্কর কাটতে হল তাঁকে।

Ranveer Allahbadia Youtuber Vir Das Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy