ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে ‘৮৩’। সেই ছবির শুটিংয়ের জন্য আপাতত লন্ডনেই রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। শুটিংয়ের ব্যস্ত রুটিন থেকে সময় করে নিজের ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর। সেখানেই তিনি গোলাপ দিয়েছেন এক জনকে।
ভক্তদের সঙ্গে দেখা করার সময় নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপেই ছিলেন এই বলিউড অভিনেতা। তবুও সেই ঘেরাটোপের মধ্যে থেকেই ভক্তদের হাতের ছোঁয়া দিচ্ছিলেন তিনি। সে সময় তিনি দেখেন, এক বৃদ্ধা হুইলচেয়ারে করে এসেছেন তাঁকে দেখতে। সেই বৃদ্ধাকে দেখেই আর নিরাপত্তা বলয়ের মধ্যে নিজেকে আটকে রাখেননি । সোজা গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন ওই বৃদ্ধার সামনে। তার পর নিজের হাতে থাকা গোলাপটি তুলে দেন ওই বৃদ্ধার হাতে। বৃদ্ধা তাঁকে আশীর্বাদও করেন।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। ভক্তদের প্রতি দীপিকার বরের ভালবাসায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: এক সঙ্গে শপিং করছেন হাই প্রোফাইল দুই জা! ভাইরাল সেই মুহূর্ত
🎥 | Ranveer Singh Spotted with some lucky fans in London 💗
— RanveerSingh TBT | #83🏏♥️ (@RanveerSinghtbt) August 3, 2019
_
Him with Elders ! 😭💗💗 pic.twitter.com/xFIaoD0hkS
আরও পড়ুন: বিজ্ঞাপন জগত্ মাতিয়ে এ বার কি বলিউডে আসছেন এই ‘কোকা কোলা গার্ল’!