এক রণবীর বিয়ে করলেন তো আর এক জন দিলেন বাবা হওয়ার জোরদার খবর! ইনস্টাগ্রামে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি দিলেন রণবীর সিংহ। তা হলে দীপিকা মা হতে চলেছেন? না, বিষয়টা অন্য রকম। ১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’। সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাতে রয়েছে সদ্যোজাতের ছবি।
পোস্টে রণবীর লিখেছেন, ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?’ অনুরাগীদের প্রশ্ন করেছেন অভিনেতা— ‘আপনাদের কী মনে হয়?’ নতুন ছবি প্রকাশের আগাম খবর দিতেই রণবীরের এই পোস্ট।
ছবিতে রণবীরের চরিত্রটি এক গুজরাতির। ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল বছর তিনেক আগে, ২০১৯ এ। সম্প্রতি আর একটি পোস্টার মুক্তি পেয়েছে। সেই দেখেই সকলের মনে প্রশ্ন। দীপিকার স্বামীর কোলে এ কোন সন্তানের ছবি?