‘সিংহ ইজ কিং’ থেকে ‘বচনা অ্যায় হাসিনো’, ‘চান্স পে ডান্স’ থেকে ‘রব নে বনা দি জোড়ি’... হিন্দি ছবিতে হিপহপ মানেই হার্ড কৌর। যদিও এটা আসল নাম নয়। ভাল নাম তরণ কৌর ধিঁলো। অশান্ত ছোটবেলা। দাঙ্গায় মারা যান বাবা। পুড়িয়ে দেওয়া হয় পারিবারিক দোকান। মায়ের দ্বিতীয় বিয়ের সূত্রে পাড়ি দেন ইংল্যান্ড। পরবর্তী সময় কাটে বার্মিংহ্যামে।
‘‘লোকে বম্বে থেকে বার্মিংহ্যাম যায়। আমার বেলা উল্টোটা,’’ মজা করে বলছিলেন তিনি। তবে যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। জাস্টিন টিম্বারলেকের সঙ্গে একই মঞ্চে গান গাইলেও প্রথম অ্যালবামের জন্য ঘুরতে হয়েছে রেকর্ড লেবেলের দরজায় দরজায়। বলছিলেন, ‘‘ছোটবেলা থেকে রেগে, হিপহপ ভাল লাগত। তবে অথেনটিক ফর্মে। এ দিকে অলটারনেটিভ মিউজিকের অতটা চল ছিল না। রুটি-কাপড়ের জন্য চলে আসতে হল মুম্বই। সারেগামা রাজি হল অ্যালবাম করতে।’’ আর বলিউডও পেয়ে গেল প্রথম মহিলা হিপহিপ সিঙ্গার।
লোকে বলে হিপহপ, র্যাপ হল প্রতিবাদের ভাষা। তাঁর গানও কি প্রতিবাদ? একবাক্যে স্বীকার করলেন হার্ড কৌর। ‘‘অবশ্যই। চারপাশে যা চলছে সেটা মেনে নিতে পারতাম না। মাকে দেখেছি পরিশ্রম করতে। আমিও তাই। পুরুষপ্রধান সমাজে একটা মেয়ের প্রতিবাদ কেউ সহ্য করে না। তাই কতবার চেষ্টা করা হয়েছে, আমার গানকে বন্ধ করে দিতে। বাথরুমে গিয়ে কেঁদেছি। কিন্তু পালিয়ে যাইনি।’’