Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ অগস্ট ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

Alia Bhatt: সাতসকালে আলিয়ার সুখবর! এত তাড়াতাড়ি অন্তঃসত্ত্বা? শুভেচ্ছা-সংশয়ের দোলাচলে বলিউড

বিয়ের আড়াই মাসের মাথায় আলিয়া ভট্টের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এত তাড়াতাড়ি? শুভেচ্ছার বন্যার পাশাপাশি খানিক প্রশ্নও জাগছে বলিউডে।

সংবাদ সংস্থা
মুম্বই ২৭ জুন ২০২২ ১৪:৩১
Save
Something isn't right! Please refresh.
সোনি-আলিয়া

সোনি-আলিয়া

Popup Close

মা হতে চলেছেন আলিয়া। সোমবার সকালেই এই খুশির খবর দিয়েছেন রণবীর কপূরের ঘরনি নিজেই। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় প্রথম সন্তানের আগমনী। মেয়ে আলিয়ার জীবনে এই নতুন অধ্যায়ের খবরে আত্মহারা সোনি রাজদান। মুম্বই সংবাদসংস্থার কাছে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে সোনি বলেছেন, ‘‘আলিয়া মা হতে চলেছে। এ খবরে আমরা আপ্লুত। কতটা খুশি, বোঝানোর কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। রণবীর-আলিয়ার মাধ্যমে পৃথিবীতে নতুন প্রাণ আসতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কী-ই বা হতে পারে!’’সোমবার সকালেই আলিয়া অনুরাগীদের জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে তাঁর আর রণবীরের সন্তান। তার পর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যা। বলিউডের তারকারা তো বটেই, অনুরাগীরাও প্রিয় নায়িকাকে অভিনন্দন জানাচ্ছেন। তবে, অনেকে প্রশ্নও তুলছেন— ‘এই তো বিয়ে হল! এর মধ্যেই মা হতে চলল আলিয়া?’কিছু দিন আগেই মা হয়েছেন প্রিয়ঙ্কা নিক জোনাস। সেই অনুভূতি নিয়েই অভিনন্দন জানিয়েছেন হবু ‘মা’-কে। করণ জোহর তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন— তাঁর হৃদয় উপচে পড়ছে খুশিতে! শুভেচ্ছাবার্তায় ভালবাসার চিহ্ন এঁকেছেন আলিয়ার ননদ ঋদ্ধিমা।

Advertisement

গত ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন রণলিয়া। মাত্র আড়াই মাসের মাথায় আচমকা আলিয়ার মা হওয়ার খবরে খানিকটা অবশ্য অবাকও হয়েছে টিনসেল নগরী। এই মুহূর্তে কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে আলিয়া। বলিউড পেরিয়ে সদ্য পা রেখেছেন হলিউডে। কিছু দিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর আর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’। পর্দায় সদ্যবিবাহিত দম্পতির রয়ায়ন কতটা জমে, তারই প্রতীক্ষায় ভক্তরা। সামনেই শ্যুটিং হওয়ার কথা ফারহান আখতারের ছবি ‘জি লে জরা’রও। এ সবের মধ্যেই নাকি আলিয়া অন্তঃসত্ত্বা! সত্যিই কি? টিনসেল নগরীর অলিগলিতে পাক খাচ্ছে সেই প্রশ্নও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement