‘আলো ছায়া’ নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকের। গত সপ্তাহের রেটিং ছিল ৫.৪। তার আগের সপ্তাহে ছিল ৪.৩। অর্থাৎ, রেটিং আস্তে আস্তে বাড়ছে জি বাংলার ‘আলো ছায়া’র। বাস্তব তুলে ধরছে বলেই কি রেটিং বাড়ছে ‘আলো ছায়া’র?
প্রথম খোঁজ ‘আলো ছায়া’র ‘আলো’ ওরফে দেবাদৃতার কাছে। তিনি জানালেন, প্রত্যেক মানুষের জীবনে আলো আর ছায়ার অবস্থান। আলো থাকলে ছায়া থাকবেই। যদিও ধারাবাহিকে ছায়া মোটেই নেগেটিভ চরিত্র নয়। আলোর সঙ্গে ওর খুবই ভাব। আপাতত বাবানের ভালবাসায় অন্ধ হয়ে সে ভুল বুঝছে আলোকে। এই ঘটনা কিন্তু কমবেশি সব ঘরের। বোনে বোনে এই সংঘাত কি আজকের? সেটাই তুলে ধরেছে ‘আলো ছায়া’। ছোটপর্দায় মেয়েদের লড়াই, সাফল্য দেখতে খুব পছন্দ করেন দর্শক। কারণ, একটা বড় অংশ মানবী বলে। ফলাফল তাই ভাল হচ্ছে।
শুরু থেকে আলো ‘ছায়া’ হয়ে জিতিয়ে এসেছে বোনকে। এ বারেও কি তাই-ই হবে? দেবাদৃতার মতে, আলো বোনের জন্য অনেক লড়াই লড়তে রাজি। বোনের জীবন বাঁচাতে একসময় হয়তো নিজের শ্বশুরের বিরুদ্ধেও যেতে হবে। যেটা খুবই সমস্যার। তবু আলোর কাজই তো সব কিছু ভাল করে দেওয়া ছায়ার জীবনে!