Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

৩০ বছর পর কেমন দেখতে ‘মিস্টার ইন্ডিয়া’র ছোট্ট টিনা?

কল্পবিজ্ঞানের সাহায্যে এক জন সাধারণ মানুষের সুপারহিরো হয়ে ওঠার গল্প এই ছবিটির মাধ্যমেই প্রথম দেখেছিল বলিউড। ১৯৮৭ সালের ২৫ মে মুক্তি পাওয়া ছবি ‘মিস্টার ইন্ডিয়া’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৩:০১
Share: Save:

কল্পবিজ্ঞানের সাহায্যে এক জন সাধারণ মানুষের সুপারহিরো হয়ে ওঠার গল্প এই ছবিটির মাধ্যমেই প্রথম দেখেছিল বলিউড। ১৯৮৭ সালের ২৫ মে মুক্তি পাওয়া ছবি ‘মিস্টার ইন্ডিয়া’।

হ্যাঁ, ভারতীয় সিনেমার অন্যতম সাড়া জাগানো বলিউড ফিল্ম। ছবিটি দেখে মুগ্ধ হয়ে যান দেশের লক্ষ লক্ষ দর্শক। ছবি মুক্তির ৩০ বছর পরেও ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কপূর, ‘মিস হাওয়াহাওয়াই’ শ্রীদেবী ছাড়াও অন্নু কপূর, ‘মোগ্যাম্বো’— এদের কাউকেই ভোলেনি ভারতীয় সিনেমার দর্শক। আর ৩০ বছর পেরিয়েও আজও মানুষ মনে রেখেছে ‘মিস্টার ইন্ডিয়া’র ছোট্ট সেই মেয়ে টিনাকে। কথায় কথায় যাঁর আদুরে গলায় প্রশ্ন, ‘অরুণ ভাইয়া উও ক্যা হ্যায়?’—আজও ভোলেনি মানুষ। এই ছোট্ট মেয়েটিই ‘পুতুল বোমা’ বিস্ফোরণে প্রাণ হারালে গল্পের হাসি ঠাট্টার অধ্যায় শেষ হয়ে ছবি ক্লাইম্যাক্সে মোড় নেয়।

আরও পড়ুন, মাদক-পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি এই অভিনেত্রীর বিরুদ্ধে

‘মিস্টার ইন্ডিয়া’র ৩০ বছর পেরিয়েছে। তাই ছবির সেই ছোট্ট টিনাও আর ছোট্ট নেই। টিনার আসল নাম হুজান খুদাইজি। ‘মিস্টার ইন্ডিয়া’ পর আর কোনও ছবিতেই কাজ করেননি তিনি। বর্তমানে একটি নামী বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। কাজের সূত্রেই যোগাযোগ রয়েছে বি-টাউনের অনেক তারকার সঙ্গে। এ বার দেখে নিন এখন কেমন দেখতে ‘মিস্টার ইন্ডিয়া’র ছোট্ট টিনা।

আরও পড়ুন, অক্ষয় কুমারের ছবিকে ডোবাতে ৩০ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছেন শাহরুখ!

বড়পর্দার টিনা এখন যেমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Huzaan Khodaiji Mr. India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE