হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। ঋষি কপূর। গান শোনাচ্ছেন তাঁকে হাসপাতাল কর্মী। ‘তেরে দরদ সে দিল আবাদ রাহা, কুছ ভুল গয়া কুছ ইয়াদ রাহা...’। গান শুনে আপ্লুত ঋষি কপূর।
শুধু গান শুনে, ঋষি কপূর আশীর্বাদ করছেন সেই কর্মীকে, বলছেন, “পরিশ্রম কর। মন দিয়ে কাজ করে যাও। সাফল্য আসবেই। পরিশ্রম আর কিছুটা ভাগ্য দুইয়ের মিলেই খ্যাতি প্রতিপত্তি আসে। এটাই জীবনের সারমর্ম।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা আনন্দবাজারের পক্ষে সম্ভব হয়নি।
আরও পড়ুন: মুদিখানার বাজার করতে গিয়ে বউ নিয়ে এল ছেলে, মানতে চাইছেন না মা
আরও পড়ুন: লকডাউনে স্ত্রীর সঙ্গে পোশাক বদলের ছবি পোস্ট করলেন ওয়ার্নার
আজ সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা ঋষি কপূর। বিকেল ৪টে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন করিনা কপূর খান, শেফ আলি খান, আলিয়া ভট্ট, অভিষেক বচ্চন সহ কপূর পরিবারের সদস্যারা।
হাসপাতালের বেডে শুয়ে ঋষি কপূরের সেই ভিডিয়ো:
Clip of last night at Reliance hospital rishi kapoor sir rip😭😭 #riprishikapoor @ranbirrk pic.twitter.com/8XXTBtumXK
— himanshu chaturvedi (@himanshu487) April 30, 2020