Advertisement
E-Paper

বিপুল সম্পত্তি রেখে গিয়েছেন ঋষি কপূর! পুত্র রণবীর পেয়েছেন ‘কৃষ্ণ রাজ’ বাড়ি, কন্যা পেলেন কী?

বিনোদন জগতে এই পরিবারের অবদান নিয়ে আলোচনা হয় প্রায়ই। সহজেই এই খ্যাতির ভাগীদার হন পরিবারের উত্তরাধিকারীরা। ঋষিও রেখে গিয়েছেন সেই খ্যাতি ও যশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৮:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অপেক্ষার অবসান হয়েছে। নতুন ভাবে তৈরি হয়েছে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। চলতি বছরেই এই বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে পা রাখবেন রণবীর কপূর। পুত্র হিসাবে এই বাড়ির উত্তরাধিকারী তিনি। অন্য দিকে ঋষি কপূর ও নিতু কাপূরের কন্যাসন্তান অর্থাৎ ঋদ্ধিমা কপূর সম্পত্তির কোন ভাগ পেলেন?

২০২০ সালে প্রয়াত হয়েছেন অভিনেতা ঋষি। মৃত্যুর পরেও বার বার খবরে শিরোনামে উঠে আসেন তিনি। জেনে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণ এবং কী ভাবে সেই সম্পত্তির বণ্টন করেছিলেন তিনি।

কপূর পরিবারের খ্যাতি ও যশ সর্বজনবিদিত। বিনোদন জগতে এই পরিবারের অবদান নিয়ে আলোচনা হয় প্রায়ই। সহজেই এই খ্যাতির ভাগীদার হন পরবর্তী প্রজন্ম। ঋষিও রেখে গিয়েছেন সেই খ্যাতি ও যশের উত্তরাধিকার। সেই সঙ্গে রেখে গিয়েছেন বিরাট অঙ্কের সম্পত্তি।

জানা যায়, ৪০ বিলিয়ন অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন প্রয়াত অভিনেতা। এর মধ্যে অন্যতম হল তাঁদের বাড়ি ‘কৃষ্ণারাজ’, যার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। এ বাড়ির অধিকারী হতে চলেছেন রণবীর। আসন্ন দীপাবলিতেই আলিয়া ও রাহাকে সঙ্গে নিয়ে এই বাড়িতেই শুরু হবে তাঁর সংসার। এক একর জমির উপরে এই বাড়ির সঙ্গে রয়েছে একটি সুইমিং পুল, থিয়েটার এলাকা ও নানা রকমের সুবিধা।

এ ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ ছিল ঋষি কপূরের। এখানেই শেষ নয়। নানা রকমের বিলাসবহুল গাড়ির সম্ভার ছিল অভিনেতার। পোরশে, বেন্টলে, বিএমডব্লিউ ছিল তাঁর অন্যতম পছন্দের গাড়ি। সমস্ত গাড়ি মিলিয়ে ৭.২ কোটি টাকার সম্পত্তি ছিল তাঁর। তবে এর মধ্যে ঠিক কত সম্পত্তি কন্যা ঋদ্ধিমাকে দিয়েছেন তা কখনও জানাননি। সম্পত্তির বেশির ভাগ অংশই পেয়েছেন রণবীর।

উল্লেখ্য, ‘কৃষ্ণা রাজ’ বাড়িটি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এই বাড়ি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার। বাবা মায়ের সঙ্গে এই বাড়ি এখন ঋষি-পৌত্রী রাহা কপূরের নামেও।

খুব শীঘ্রই এই বাড়িতে গিয়ে উঠবেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, বাড়ি তৈরির শেষ মুহূর্তের কিছু কাজ এখনও চলছে।

Rishi Kapoor Raj Kapoor Ranbir Kapoor Riddhima Kapoor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy