Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০২ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Ritabhari Chakraborty: পুজোর সাবেকিয়ানা অতীত, কালো স্নান-পোশাকে লাস্যময়ী ঋতাভরী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৪ অক্টোবর ২০২১ ১৩:২৫
স্নান-সাজে লাস্যে মোড়া ঋতাভরী

স্নান-সাজে লাস্যে মোড়া ঋতাভরী

স্বচ্ছ নীল জলে, খোলা চুলে ভিজে সারা। হালকা গোলাপি রঙা ঠোঁটের ইশারায় মোহময়ী। স্নান-পোশাকে ইনস্টাগ্রাম জুড়ে যেন এক মুঠো উষ্ণতা ছড়িয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী।

পুজো জুড়ে জমকালো সাজে ধরা দিয়েছেন। কখনও লাল পেড়ে সাদা শাড়ি, কখনও লাল রঙা সালোয়ার— উৎসবের চার দিনে মনের মতো করে নিজেকে সাজিয়েছেন কন্যে। কিন্তু পুজো মিটতেই অনুরাগীদের জন্য অপেক্ষা করছিল বড় চমক। রবিবার সকালে কালো রঙা স্নান পোশাকে লেন্সবন্দি হলেন ‘ওগো বধূ সুন্দরী’-র ললিতা।

Advertisement

স্নান পোশাকের প্রতি ঋতাভরীর এই ভালবাসা নতুন নয়। অতীতেও একই ভাবে ছবি দিয়েছেন অভিনেত্রী। আর প্রতি বারই তাঁকে দেখে একই ভাবে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি ‘এফআইআর’। ছবিতে তিনি অঙ্কুশ হাজরার বিপরীতে এক চিকিৎসকের ভূমিকায়। আপাতত হাতে একগুচ্ছ কাজ। দীর্ঘ অসুস্থতার পর সেরে উঠেই নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন

Advertisement