Advertisement
E-Paper

ঋতুপর্ণর ভাই ইন্দ্রনীল এবার পরিচালক

তিন বছর আগেই ঘটনাটা ঘটে যেত। কিন্তু কথায় আছে ‘যখন যা হবার তখন তাই হবে’। পশ্চিমবঙ্গের মাওবাদীদের নিয়ে একটি চিত্রনাট্যের ওপর কাজ শুরু করেছিলেন ইন্দ্রনীল ঘোষ। কিন্তু তার পর কাজ আর এগোয়নি। তিন বছর পর এবার পুরো দমে ছবি পরিচালনার কাজে হাত দিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:০০

তিন বছর আগেই ঘটনাটা ঘটে যেত। কিন্তু কথায় আছে ‘যখন যা হবার তখন তাই হবে’। পশ্চিমবঙ্গের মাওবাদীদের নিয়ে একটি চিত্রনাট্যের ওপর কাজ শুরু করেছিলেন ইন্দ্রনীল ঘোষ। কিন্তু তার পর কাজ আর এগোয়নি। তিন বছর পর এবার পুরো দমে ছবি পরিচালনার কাজে হাত দিলেন তিনি। তাও আবার প্রথম বাংলা ছবি। টলিউডের নামজাদা শিল্পীরা যেমন শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং প্রিয়ঙ্কা এই থ্রিলার ছবিতে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে শুটিঙের কাজ শুরু হওয়ার কথা।

‘চোখের বালি’ ছবির জন্য আর্ট ডিরেক্টর হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইন্দ্রনীল ঘোষ। এ ছাড়াও, ‘বাড়িওয়ালি’ ও ‘রেনকোট’ ছবিতে তাঁর কাজ প্রশংশিত হয়েছে। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছোট ভাই ইন্দ্রনীল টলিউডে চিঙ্কু নামেই পরিচিত। ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি ‘সত্যান্বেষী’তেও দাদার সঙ্গে কাজ করেছিলেন নব্য-পরিচালক।

Rituparno Ghosh Indranil Ghosh Saswata Chatterjee Swastika Mukherjee Jisshu Sengupta Chokher Bali Rain coat Bariwali ঋতুপর্ণ ঘোষ শাশ্বত চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত স্বস্তিকা মুখোপাধ্যায় চোখের বালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy