বাহান্ন বছরে পা দিলেন রবার্ট ডাউনি জুনিয়র। দর্শক যাঁকে চেনেন শার্লক হোমস হিসেবে। বিখ্যাত তিনি মার্ভেলের আয়রনম্যান হিসেবেও। কিন্তু সে তো কেরিয়ারের দ্বিতীয়ার্ধ। একটা সময় তাঁর মাদকাসক্তি এমন পর্যায়ে পৌঁছয় যে, সেটা কাটাতে রিহ্যাবে যেতে হয় তাঁকে।
রবার্ট ডাউনি জুনিয়ারের জীবন এমনই বর্ণময়। এহেন ব্যক্তির জন্মদিন কি সাদামাঠা কাটতে পারে! মোটেই না। তাই তো তাঁর ‘অ্যাভেঞ্জার্স’য়ের সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে মজার পথই বেছে নিলেন। যাই হোক, ‘আয়রনম্যান’য়ের জন্মদিন বলে কথা!
‘থর’ ক্রিস হেমসওয়ার্থ যেমন পুরনো এক মজাদার ছবির সঙ্গে টুইট করেছেন: ‘‘হ্যাপি বার্থডে রবার্ট ডাউনি জুনিয়র। তোমার বয়স এই ছবির থেকে একটুও বাড়েনি।’’ ছবিতে দেখা যাচ্ছে, পরচুলা পরে বৃদ্ধের মেকআপে রবার্ট। পাশে দাঁড়িয়ে হেমসওয়ার্থ।
ক্রিস ইভান্স আবার শুধু ছবি পোস্ট করেই থেমে থাকেননি। ছোট একটা ভিডিয়োও জুড়ে দিয়েছেন টুইটে। সেখানে দেখা যাচ্ছে আয়রনম্যানকে চুম্বন করতে চলেছে ক্যাপ্টেন আমেরিকা।
‘হাল্ক’ মার্ক রাফালো এরও এক কাঠি উপরে। জিমি কিমেল লাইভ অনুষ্ঠানের একটা ছবি পোস্ট করেছেন। সঙ্গে টুইট: ‘হাজার শব্দের মতো শক্তিশালী একটা ছবি।’ ছবিতে দেখা যাচ্ছে, রবার্ট ডাউনি জুনিয়ারের কোলে বসে মার্ক। আর ‘অ্যাভেঞ্জার্স’য়ের বাকি সুপারহিরোরা হাঁ করে তাকিয়ে তাঁদের দিকে।
কিছু দিনের মধ্যেই ‘স্পাইডারম্যান: হোম কামিং’ ছবিতে দেখা যাবে ডাউনি জুনিয়রকে।